সিলেটবৃহস্পতিবার , ৫ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মেসি-রোনালদোর দশ বছরের রাজত্বে হানা দিবেন নেইমার!

Ruhul Amin
জুলাই ৫, ২০১৮ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান ফুটবল বিশ্বের সেরা দুইটি নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এই দুজন শুধু নামেই নয়, পরিসংখ্যান কিংবা সাফল্য; সবকিছুর বিচারেই সবার চেয়ে উপরে। গত দশ বছরে বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরষ্কার “ব্যালন ডি’অর” সমান পাঁচ বার করে জিতেছেন মেসি ও রোনালদো।

তাদের একচেটিয়া রাজত্বের কারণে গত দশ বছরে আর কেউই পাননি সেরা খেলোয়াড়ের মুকুট। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনালদো দ্য ফেনোমেননের মতে, এবারের বিশ্বকাপ শেষেই অবসান ঘটতে যাচ্ছে মেসি-রোনালদোর রাজত্বের। সেটির অবসান আর কেউ নয়, রোনালদোরই উত্তরসূরি নেইমারের মাধ্যমে ঘটবে বলে মনে করেন ব্রাজিলিয়ান কিংবদন্তী।

চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২ গোল করেছেন নেইমার। ৩টি ম্যাচে জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার। বিশ্বকাপ জিততে পারলে নেইমারের হাতেই এবারের সেরা খেলোয়াড়ের পুরষ্কার উঠবে বলে মানছেন ৩ বারের বিশ্বসেরা খেলোয়াড় রোনালদো।

২০০২ সালের বিশ্বকাপ জিতিয়ে সেবার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছিলেন রোনালদো। সেই উদাহরণ টেনে তিনি বলেন, ‘বর্ষসেরা খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে বিশ্বকাপটা খুব গুরুত্বপূর্ণ। ২০০২ সালে আমি পুরো বছরে তেমন ভাল খেলিনি কিন্তু বিশ্বকাপে দুর্দান্ত ছিল আমার পারফরম্যানস। যার ফলে আমাকেই দেয়া হয় বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার। বিশ্বকাপটাই মূলত অনেক কিছু নির্ধারণ করে দেয়।’

এসময় মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে তিনি আরও বলেন, ‘আমি জানি মেসি ও রোনালদো দুর্দান্ত মৌসুম পার করেছে। কিন্তু যখন কোন খেলোয়াড় বিশ্বকাপের মতো মঞ্চে নিজেকে মেলে ধরে, তখন সেটির গুরুত্ব বেড়ে যায় অনেক। চলতি বিশ্বকাপে নেইমার প্রতিদিনই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। ম্যাচ নির্ধারণের অসাধারণ ক্ষমতা রয়েছে তার। যদি এবার ব্রাজিল বিশ্বকাপ জিতে যায়, তাহলে নিশ্চিতভাবেই মেসি-রোনালদো যুগের অবসান ঘটতে যাচ্ছে।’