সিলেটমঙ্গলবার , ১০ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক নাগরী একাডেমী ও স্বপ্নবাংলা পরিষদের প্রকাশনা অনুষ্ঠান সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Ruhul Amin
জুলাই ১০, ২০১৮ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

১০ই জুলাই রোজ মঙ্গলবার বিকাল ৫ টার সময় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাহিত্য আসর কক্ষে সিলেটিদের মাতৃভাষা নাগরীতে প্রকাশিত ম্যাগাজিন ‘‘আমরার আওয়াজ’’ এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় ভারতের জিরিবাম, মনিপুর, থেকে আগত আন্তর্জাতিক নাগরী একাডেমীর পরিচালক কবি মাষ্টার কমর উদ্দিন লস্কর প্রধান অতিথির বক্তব্যে বলেন, সিলেটিরা আলাদা জাতি, সিলেটিদের মাতৃভাষা ছিলোটি ভাষা, আর তাদের বর্ণমালা সিলেটি নাগরী। আমরা আমাদের জাতি স্বত্ত্বা ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতি লালন করি। তিনি দাবী তুলেন, বাংলাদেশ ও ভারতের পাঠ্যপুস্তক গুলোতে অন্যান্য ভাষার মতো সিলেটি নাগরীর স্থান দিতে হবে। এ বিষয়ে তিনি বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি দেওয়া হয়েছে বলে বিষয়টি অবগত করেন।
নাগরী সৈনিক ও স্বপ্ন বাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবি এস.পি সেবুর পরিচালনায় ও নাসির উদ্দিন আহমদের কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় আমন্ত্রিত প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিব। জালালাবাদ কবি ফোরামের সভাপতি কবি সিদ্দিক আহমদের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গল্পকার ও কলামিষ্ট এম. আশরাফ আলী, ছড়াকার কামরুল আলম। তরুণ ছড়াকার আলমগীর আহমেদের শুভেচ্ছা বক্তব্য ও ছড়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানে কবিতা পাঠ ও ছিলটী মাত-কথা বিষয়ে আলোচনা করেন, ছিলটি ভাষার কণ্ঠ শিল্পী কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি মোঃ শায়িস্তা মিয়া, এম.এইচ শাহীন, , নাগরী সৈনিক আবু সাইদ, জাহাঙ্গীর আলম হৃদয়, ডাঃ জুবায়ের আহমদ, সাজন আহমদ, শরীফ উদ্দিন রবি, আব্দুল কাদির জীবন, শহীদুল হক নগরী, এম.এ হোসাইন তালুকদার, এইচ, এম মিরাশ, এম. আই রাজু প্রমুখ। ভিডিও কনফারেন্স এ ভারত থেকে বক্তব্য রাখেন কবি জয়নুল ইসলাম বড় ভূঁইয়া, নাগরী সৈনিক মুমিন পারভেন বড় ভূঁইয়া আবু নছর আব্দুল সিদ্দিকি, স্বপ্ন বাংলা পরিষদের মুম্বাই প্রতিনিধি আতিকুর রহমান, কাতার থেকে তোফায়েল মুরশেদ ও নাগরী গবেষক আলীম চৌধুরী ।