সিলেটশনিবার , ৪ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এই আন্দোলন বহুদিনের ক্ষোভের ফসল: এরশাদ

Ruhul Amin
আগস্ট ৪, ২০১৮ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তাকে যৌক্তিক হিসেবে দেখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এই আন্দোলন শিক্ষার্থীদের বহুদিনের ক্ষোভের ফসল বলেও মনে করেন প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত।

শনিবার জাতীয় আইনজীবী ফোরামের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের শফিউর রহমান মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মারা যায়। এর পরদিন থেকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এই আন্দোলনে অনেকটা স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা।

এরশাদ বলেন, ‘এটা একদিন-দুই দিনে হয়ে যায়নি। শিক্ষার্থীদের মাঝে জমে থাকা বহুদিনের ক্ষোভের ফসল এটা।’

নিরাপদ সড়কের দাবিতে রাজপথ দখলে রাখা তরুণ শিক্ষর্থীরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আন্দোলন করছে না বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রপতি। বলেন, ‘এই কোমলমতি ছাত্র-ছাত্রীরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তারা চেয়েছিল বাঁচার জন্য নিরাপদ সড়ক। কিন্তু প্রতিদিন মৃত্যুর মিছিল।’

এরশাদ বলেন, ‘আজকে পরিবহন শ্রমিকদের কাছে আমরা জিম্মি। না চলুক বাস, না চলুক কিছু। ওদের কাছে আমরা মাথা নত করবো কেন। আইন তাকে মানতে হবে। সরকারকেই এটা করতে হবে।’

নৌমন্ত্রী শাজাহান খানের সমালোচনা করে এরশাদ বলেন, ‘বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে সাংবাদিকরা নৌ-পরিবহন মন্ত্রী ও শ্রমিক সংগঠনের সভাপতি শাহজাহান খানকে প্রশ্ন করলে তিনি হাসোজ্জ্বল মুখে কথা বলতে থাকেন। মানুষের মৃত্যুর পর দায়িত্বশীল একজন মন্ত্রীর মুখে এমন হাসি দেখে অবাক হয়েছি।’

‘সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, গাড়িচাপায় মানুষ মরে, মন্ত্রী সাহেব হাসে’ ব্যঙ্গাত্মক চয়নটি পাঠ করে এরশাদ বলেন, ‘মানুষ মরলে মানুষ হাসতে পারে এটা না দেখলে বিশ্বাস করা যায় না। তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই।’

একক নাকি যৌথ নির্বাচন নিশ্চিত নয় জাপা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে জাতীয় পার্টি লড়াই করবে কি না তা এখনও নিশ্চিত হয়ে বলতে পারছেন না দলের চেয়ারম্যান। এরশাদ বলেন, ‘নির্বাচন একক নাকি জোটবদ্ধ হয়ে করবো সেটার সিদ্ধান্ত এখনো নিইনি।’

তবে এর আগে বিগত বছরগুলোতে এরশাদ তার বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্যে ৩০০ আসনের একক নির্বাচনে জাপার অংশগ্রহণের বিষয়টি বরাবরই নিশ্চিত করে আসছিলেন।

গত ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এরশাদের ক্ষমতা দখলের বর্ষপূর্তি উপলক্ষে জাপা আয়োজিত মহসমাবেশেও জাতির জন্য বিশেষ বার্তায় তিনি জাপার একক নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জানিয়েছিলেন। তবে এখন সেই কথা থেকে তিনি সরে এলেন।

এ বিষয়ে জাতীয় পার্টির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, ‘আমাদের কাছে স্যারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। স্যারের কথার বাইরে আমরা কিছু করবো না।’

এদিকে জাতীয় পার্টির নেতাকর্মীদের অনুমতি ছাড়া কোনো টকশো বা মিডিয়া সাক্ষাৎকার দিতে নিষেধ করার কথাও জানিয়েছেন এরশাদ। তিনি বলেন, ‘আমি সবাইকে বলে দিয়েছি, আমার কথা ছাড়া কেউ যেন টকশোতে না যায়।’