সিলেটরবিবার , ২১ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির রাজনীতি চলে গেছে জিয়া পরিবারের বাইরে

Ruhul Amin
অক্টোবর ২১, ২০১৮ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:বিএনপির রাজনীতি এখন জিয়া পরিবারের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বলেন, এটা অত্যন্ত সুকৌশলে করা হয়েছে। বলতে গেলে বিএনপির অভ্যন্তরে একটি ক্যু হয়ে গেছে। বিএনপির নেতৃত্ব এখন জিয়া পরিবারের বাইরে।

গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন তৃণমূল বিএনপির সভাপতি ও বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এরপর সুকৌশলে জিয়া পরিবারের হাত থেকে বিএনপির নেতৃত্ব বাইরে চলে গেছে। বিএনপির বর্তমান নেতারা ড. কামাল হোসেন, আ স ম রব, মাহমুদুর রহমান মান্নাদের হাতে এ নেতৃত্ব তুলে দিয়েছেন।’

বিএনপি সরকারের সাবেক এই যোগাযোগমন্ত্রী বলেন, সুকৌশলে খালেদা জিয়ার হাত থেকে রাজনীতি নেওয়া হয়েছে। আগামী দিনে ক্ষমতাসীন সরকারের সঙ্গে একটা বৃহত্তম সমঝোতার মাধ্যমে শক্তিশালী বিরোধী দল বানানোর লক্ষ্যেই এ পরিকল্পনা। ড. কামাল হোসেনরা এ ক্যু ঘটিয়েছেন। বিএনপি নেতাদের একটি অংশও এ ক্যুর সঙ্গে জড়িত। এখানেও সরকারের হাত রয়েছে বলে আমি মনে করি। আগামী দিনে জাতীয় রাজনীতি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সরকার ও বিরোধী দল যেন একটি শক্তিশালী অবস্থানে থাকে— এটাই পরিকল্পনার অংশ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হোক। এ ছাড়া ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোট একটি সাম্প্রদায়িক জাতীয়তাবাদী শক্তি বলেও মনে করি।’ ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ‘আমার একটি বড় পরিকল্পনা রয়েছে। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ সমুন্নত রাখতে শহীদ জিয়ার আদর্শকে আমি লালন করতে চাই। এজন্য সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী সম্মত হলে আমরা একটি বৃহত্তর জোট করতে চাই। আমার চিন্তা রয়েছে, যুক্তফ্রন্ট ও বিএনএর সমন্বয়ে গঠিত হবে এই বৃহত্তর জোট। এ নিয়ে ন্যাশনালিস্ট একটি ফ্রন্টও গঠন করা যেতে পারে। তবে এটা হবে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী জোট; যার স্বপ্ন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের।’ তিনি বলেন, ‘দেশের অব্যাহত স্থিতিশীলতা ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। এ নিয়ে আমার দল ও জোট কাজ করছে। আশা করছি, বি চৌধুরী বৃহত্তর জোট গড়তে এগিয়ে আসবেন।’
—বাংলাদেশ প্রতিদিন