সিলেটশুক্রবার , ২৮ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগে ১৫৭২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

Ruhul Amin
ডিসেম্বর ২৮, ২০১৮ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট বিভাগের চার জেলার ১৯ আসনে অর্ধেক কেন্দ্রকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা জোরদারের প্রস্তুতি নেয়া হয়েছে। সংঘর্ষ ও সহিংসতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সিলেট বিভাগে মোট ভোটকেন্দ্র ২৮০৫টি। এর মধ্যে ১৫৭২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ২১২টি। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সিলেটের যেসব কেন্দ্রে হানাহানি, সংঘাত, সহিংসতা, দখল, জাল ভোটের শঙ্কা রয়েছে সেগুলোকেই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত করা হচ্ছে। আর সংঘাত-সহিংসতা হওয়ার শঙ্কা প্রবল হলে ওই কেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে- সিলেট বিভাগের সিলেট জেলায় ভোটকেন্দ্র আছে ৯৯২টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৬০৭টি। আর বাকি ৩৮৫টি কেন্দ্র সাধারণ। সুনামগঞ্জ জেলার ৬৬৮টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে ৪১৭টি। সাধারণ কেন্দ্র আছে ২৫১টি। মৌলভীবাজার জেলায় ৫১২টি ভোটকেন্দ্র রয়েছে। সিলেট বিভাগের মধ্যে শুধুমাত্র এ জেলাতেই অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। এ জেলায় ২১২টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১২৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ১৭৪টি কেন্দ্র হচ্ছে সাধারণ। হবিগঞ্জ জেলার ৬৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুই-তৃতীয়াংশই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ জেলার ৪২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং সাধারণ কেন্দ্র রয়েছে ২১১টি। এদিকে সিলেট মহানগরী এলাকার সাধারণ ভোটকেন্দ্রগুলোর প্রত্যেকটিতে নিরাপত্তায় পুলিশ ও আনসার বাহিনীর অন্তত ১৬ জন সদস্য নিযুক্ত থাকবেন। তন্মধ্যে অস্ত্রধারী পুলিশ ৩-৪ জন থাকবেন। এ এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রধারী ৪-৬ জনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১৭ জন সদস্য নিযুক্ত থাকবেন। মহানগরীর বাইরের এলাকার সাধারণ কেন্দ্রে থাকবেন পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৪ জন সদস্য; তন্মধ্যে অন্তত দুজন অস্ত্রধারী থাকতে পারেন। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রধারী ৩-৫ জনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে নিরাপত্তার ছক কষা হয়েছে। পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা কেন্দ্রে মূল দায়িত্ব পালন করবেন। এর বাইরে মাঠে থাকবেন সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।