সিলেটরবিবার , ৩০ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগের ১১১ প্রার্থীর মধ্যে ফুরফুরে মিজাজে সরকার দলীয় প্রার্থীরা

Ruhul Amin
ডিসেম্বর ৩০, ২০১৮ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: আতংকের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সিলেট বিভাগে এই ‘যুদ্ধের ময়দানে’ আছেন ১১১ প্রার্থী। এসব প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে অধীর আগ্রহে তাকিয়ে আছেন এ বিভাগের ৬৬ লাখেরও বেশি ভোটারের দিকে। ক্ষমতাসীন সরকার দলীয় প্রার্থীরাই ফুরফুরে মিজাজে রয়েছে। অপর দিকে ধানের শীষের প্রাথীরা আছেন নানা শংকায়।
সিলেট বিভাগে সংসদীয় আসন আছে ১৯টি। তন্মধ্যে বিভাগের সিলেট জেলায় ৬টি, সুনামগঞ্জে ৫টি, মৌলভীবাজারে ৪টি এবং হবিগঞ্জে ৪টি আসন রয়েছে। সকল আসন মিলিয়ে নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে আছেন ১১১ জন প্রার্থী। সিলেট জেলায় প্রার্থী আছেন ৩৮ জন। তন্মধ্যে সিলেট-১ আসনে ১০ জন, সিলেট-২ আসনে ৬ জন, সিলেট-৩ আসনে ৬ জন, সিলেট-৪ আসনে ৫ জন, সিলেট-৫ আসনে ৮ জন এবং সিলেট-৬ আসনে ৩ জন প্রার্থী আছেন।

সুনামগঞ্জ জেলায় ৩২ জন প্রার্থী আছেন। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে ৫ জন, সুনামগঞ্জ-২ আসনে ৬ জন, সুনামগঞ্জ-৩ আসনে ৬ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৭ জন এবং সুনামগঞ্জ-৫ আসনে ৮ জন প্রার্থী লড়ছেন।

১৯ জন প্রার্থী আছেন মৌলভীবাজার জেলার আসনগুলোতে। এ জেলার মৌলভীবাজার-১ আসনে ৪ জন, মৌলভীবাজার-২ আসনে ৬ জন, মৌলভীবাজার-৩ আসনে ৬ জন এবং মৌলভীবাজার-৪ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হবিগঞ্জ জেলায় ২২ জন প্রার্থী নির্বাচনি যুদ্ধে আছেন। হবিগঞ্জ-১ আসনে ৬ জন, হবিগঞ্জ-২ আসনে ৭ জন, হবিগঞ্জ-৩ আসনে ৪ জন এবং হবিগঞ্জ-৪ আসনে ৫ জন প্রার্থী আছেন।

সিলেট বিভাগের চারটি জেলায় মোট ভোটার আছেন ৬৬ লাখ ২০ হাজার ৬০৬ জন। বিভাগের এই ১১১ প্রার্থী নির্বাচিত হবেন এসব ভোটারের ভোটে।

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের মোট ভোটারদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৩৬ হাজার ৪০৫ জন এবং মহিলা ৩২ লাখ ৮৪ হাজার ২০১ জন। এছাড়া বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভোটার সিলেট-১ আসনে এবং সবচেয়ে কম ভোটার মৌলভীবাজার-২ আসনে।

তথ্যানুসারে, সিলেট-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৪২ হাজার ৯৩৬ জন, সিলেট-২ আসনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৪০৩ জন, সিলেট-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৩৯৬ জন, সিলেট-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৪১২ জন, সিলেট-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২৫০ জন এবং সিলেট-৬ আসনে মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ৮৯৭ জন।

সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ-১ আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৭৬২ জন, সুনামগঞ্জ-২ আসনে ২ লাখ ৫০ হাজার ৩৩০ জন, সুনামগঞ্জ-৩ আসনে ২ লাখ ৯২ হাজার ৮১৭ জন, সুনামগঞ্জ-৪ আসনে ২ লাখ ৮৮ হাজার ৯৭১ জন এবং সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোটার আছেন ৪ লাখ ১৪ হাজার ১৯৭ জন।

মৌলভীবাজার জেলার মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার ২ লাখ ৬৫ হাজার ৬১৪ জন, মৌলভীবাজার-২ আসনে মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ১০৮ জন, মৌলভীবাজার-৩ আসনে ৩ লাখ ৯১ হাজার ১৪৯ জন এবং মৌলভীবাজার-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৮ হাজার ৮০০ জন।

হবিগঞ্জ-১ আসনে আছেন ৩ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন ভোটার, হবিগঞ্জ-২ আসনে ৩ লাখ ৬ হাজার ৯৭৮ জন, হবিগঞ্জ-৩ আসনে ৩ লাখ ২৬ হাজার ৩৬৩ জন এবং হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ২৭ হাজার ২৮৪ জন।