সিলেটরবিবার , ৩০ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ড. মোমেনর বিজয় হবে প্রত্যাশা অর্থমন্ত্রীর

Ruhul Amin
ডিসেম্বর ৩০, ২০১৮ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ রবিবার সকাল সোয়া ১০টার দিকে দিকে নগরীর বন্দরবাজারস্থ দূর্গাকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে (দূর্গাকুমার পাঠশালা) পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তিনি। এসময় অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান,ছোট ভাই ড. মোমেনর বিজয় হবে এই প্রত্যাশা ব্যক্ত করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন- সারাদেশের খবর এখনই বলতে পারব না তবে সিলেটে মোমেন বিজয়ী হবেন ইনশাল্লাহ্।ভোটারদের উপস্থিতি কেমন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মজা করে বলেন- ভোটারদের উপস্থিতি ঠিকই আছে কিন্তু আপনারা সাংবাদিকদের জন্য সমস্যা হচ্ছে।এসময় অর্থমন্ত্রীর সাথে ছিলেন- ভাই মহাজোট প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন, বোন জাতীয় অধ্যাপিকা সাহেলা খাতুনসহ পরিবারের সদস্যরা।ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী বলেন- ২০০৮ সালের পর এবার ভোটে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে না আসায় উৎসবের আমেজ ছিলনা। তবে, ভোটের মাঠে কিছুটা উত্তেজনা থাকবেই এটা স্বাভাবিক বিষয়। তিনি বলেন- ইউরোপ, আমেরিকায় ৪০ থেকে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়। কিন্তু আমাদের দেশে সবসময় ৬০ থেকে ৭০ শতাংশ হয়। কিন্তু এবার মানুষের মাঝে ভোট দেওয়ার যে প্রবনতা দেখছি আমার মনে হয় ৮০ শতাংশ ভোট কাস্ট হবে।