সিলেটশনিবার , ৫ জানুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে নারীকে গণধর্ষণের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

Ruhul Amin
জানুয়ারি ৫, ২০১৯ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

নোয়াখালীর সুবর্ণচরে এক চার সন্তানের জননীকে গণধর্ষণের প্রতিবাদে শুক্রবার (৪ জানুয়ারি) বিকেলে সিলেট শহীদ মিনারে নিপীড়ন বিরোধী ছাত্র-জনতা সিলেটে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলো সামাজিক সংগঠন আলোর মিছিল। নিপীড়ন বিরোধী ছাত্র জনতা’র সংগঠক রেজাউর রহমান রানার সভাপতিত্বে এবং নাবিল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সয়েল সাইন্স বিভাগের অধ্যাপক আবুল কাশেম, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জল রায়, কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সদস্য ও জালালাবাদ থানার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল, গণ জাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবশীষ দেবু, এডভোকেট রনেন সরকার রনি, আলোর মিছিলের সৌরভ সরকার শুভ্র, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক তামান্না আহমেদ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সিলেট জেলার সংগঠক ইমরানা সুলতানা, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সরোজ কান্তি দে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ সভাপতি সঞ্জয় কান্ত দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দ।
সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সভাপতি সুশান্ত সিনহা, গণজাগরণ মঞ্চ সিলেট জেলার সংগঠক রাজীব রাসেল, উদীচী সিলেট জেলার অর্থ সম্পাদক সন্দীপ দেব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক নাজিরুল আযম প্রমুখ।
বক্তারা বলেন, ‘নির্বাচনের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচরে ৪ সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনা- নীতিহীন রাজনীতির প্রকাশ। নোয়াখালীতে সংঘটিত গণধর্ষণের মধ্যে দিয়ে বাস্তবে মত প্রকাশের সকল পথকেই রুদ্ধ করার চিত্র ফুটে উঠলো। বক্তারা নোয়াখালীতে সংঘটিত ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং ধর্ষকদের রাজনৈতিক শক্তি ও সংস্কৃতিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।’