সিলেটরবিবার , ৬ জানুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পার্কভিউয়ে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, ভাংচুর

Ruhul Amin
জানুয়ারি ৬, ২০১৯ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন স্বজনরা। হাসপাতালটিতে ভাংচুর চালিয়েছেন তারা।

শনিবার রাতে মেহেরিমা নামের ছয় মাসের ওই শিশু মারা যায়।

শিশুর স্বজন ফজলুর রহমান জানান, বালুচর এলাকার শাহজান মিয়ার শিশুকন্যা মেহেরিনা নিউমিনিয়ায় আক্রান্ত হলে তাকে শনিবার সন্ধ্যায় নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই তাকে অক্সিজেনের মাক্স পড়িয়ে দেন চিকিৎসকরা। অক্সিজেন লাগানোর পরই মেহেরিমার খিচুনি ওঠে। এর কিছুক্ষণ পর সে মারা যায়।

তিনি জানান, খিচুনি ওঠার পর চিকিৎসক ও সেবিকাকে খুঁজতে গেলে হাসপাতালে কোনো চিকিৎসক ও সেবিকা পাওয়া যায়নি। কর্মকর্তাদের কেউও ছিলেন না। তাঁর অভিযোগ, অক্সিজেন মাক্স সঠিক ভাবে না পড়ানোর কারণেই ওই শিশুর মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটির মৃত্যুর পর হাসপাতালে ব্যাপক ভাংচুর চালান রোগীর স্বজনরা। তারা হাসপাতালের বিভিন্ন কক্ষের গ্লাস, জানালা ও চেয়ার-টেবিল ভাংচুর করেন।

পার্কভিউ হাসপাতালের উপ পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য বলেন, রোগীর স্বজনদের অভিযোগ বিষয়ে তদন্ত করা হবে। এতে কারো গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।