সিলেটমঙ্গলবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে সাংবাদিকদের ওপর হামলা

Ruhul Amin
ফেব্রুয়ারি ১৯, ২০১৯ ২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছবি তুলতে গিয়ে চার ফটো সাংবাদিক আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ বিরাজ করছে। গতকাল সকাল ১০টায় মোহনা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শুরু হয় বসন্ত উৎসব। এ উৎসব চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানস্থলে বসা নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ বাধে।

এ সময় সেখানে থাকা সাংবাদিকরা এগিয়ে  গেলে তাদের উপরও হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। হামলার শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, দৈনিক ভোরের কাগজের ফটো সাংবাদিক অসমিত অভি, দৈনিক শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক মিঠু দাস জয় ও সিলটিভির ক্যামেরা পার্সন কাওসার। পরে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ফটো সাংবাদিক মিঠু দাশ জয় জানিয়েছেন, ‘এমসি কলেজে মোহনা বসন্ত উৎসবস্থলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ বাঁধে।

এ সময় তারা এগিয়ে গিয়ে তাদের সংঘর্ষের ছবি তুলতে গেলে তার উপর চড়াও হয় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা। এ সময় তাদের ক্যামরা ভাঙচুর ছাড়াও মোবাইল ফোন ভেঙে ফেলে। হামলার সঙ্গে ইমতিয়াজ, শাহীন, সাইফুর, রবিউল, শাহ রনি, মাহফুজসহ কয়েকজন সমপৃক্ত বলে জানান মিঠু।  দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী বলেন, ‘হামলার সময় আমার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু সবার উপস্থিতিতে পরে তা আর ছিনিয়ে নেয়া সম্ভব হয়নি।’ সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পুলিশ আসার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সন্ধ্যায় জরুরি বৈঠক আহ্বান করেছে সিলেট জেলা প্রেস ক্লাব।