সিলেটমঙ্গলবার , ২৬ মার্চ ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

Ruhul Amin
মার্চ ২৬, ২০১৯ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবসে সার্চ ইঞ্জিন গুগল বিশেষ ডুডল দিয়েছে। গুগলের ওয়েবসাইটের হোম পেজে লাল-সবুজের বিশেষ এই ডুডল প্রদর্শিত হচ্ছে। ডুডলে ক্লিক করলে স্বাধীনতা দিবস উদযাপনের নানা খবর পাওয়া যাচ্ছে।

সোমবার দিবাগত রাত ১২টার পরেই সার্চ ইঞ্জিনটি এটি চালু করেছে, যা ২৬ মার্চ দিনব্যাপী থাকবে। নৌকা আকৃতির ডুডলে সবুজ বক্সের মধ্যে গুগল লেখা এবং উপরে তিনটি নৌকার মাধ্যমে বাংলার গ্রামীণ প্রকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।

বিভিন্ন দেশের জাতীয় দিবস, বিখ্যাত ব্যক্তিদের জন্ম-মৃত্যু ও বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাকে উৎযাপন করতে গুগল ডুডল প্রদর্শন করে। ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। এ ছাড়া বাংলা নববর্ষ, খেলাধূলাসহ বিভিন্ন উপলক্ষে এমন উদ্যোগ নেয় গুগল কর্তৃপক্ষ।