সিলেটসোমবার , ৮ এপ্রিল ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

যুব সমাজ দেশের সকল বিজয়ের কান্ডারী: বিভাগীয় কমিশনার

Ruhul Amin
এপ্রিল ৮, ২০১৯ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সকল কার্যক্রমে বিজয়ের কান্ডারী হচ্ছে যুব সমাজ। বর্তমানে যুব সংগঠনের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যুব সংগঠনের মাধ্যমে বেকার যুবদের সংগঠিত করে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এতে যুবরা বেকারত্ব থেকে মুক্তি নিয়ে নিজেদের আত্মকর্মী হিসেবে গড়ে তুলছে। তিনি আরও বলেন, এ ধারা অব্যাহত থাকলে অচিরেই দেশ বেকারমুক্ত হতে সম্ভব।
বিভাগীয় কমিশনারর্ সোমবার সকাল ১০ টায় নগরীর টিলাগড়স্থ যুব প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে যুব সংগঠনের অংশগ্রহণে যুব কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল কবীরের উপস্থাপনায় ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপপরিচালক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেলের চেয়ারম্যান এ. জেড. রওশন জেবিন রুবা, যুব উন্নয়ন অধিদপ্তর প্রধান কার্যালয়’র সহকারী পরিচালক (বাস্তবায়ন) আতিকুজ্জামান খান ও সহকারী পরিচালক (বাস্তবায়ন) ফাতেমা বেগম। যুব সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, সোনালী স্বপ্ন যুব সংঘের সভাপতি শেখ তোফায়েল আহমদ সেপুল ও আইন সহায়তা কেন্দ্রের সভাপতি সাদিকুর প্রমুখ।