সিলেটমঙ্গলবার , ২৮ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নদী থেকে বালু উত্তোলনের সময় ড্রেজার চালক নিহত

Ruhul Amin
মে ২৮, ২০১৯ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

ওসমানীনগর প্রতিনিধি :

সিলেটের ওসমানীনগরে কুশিয়ারা নদীতে বালু উত্তোলন করতে গিয়ে মো. আব্দুর রশিদ হাওলাদার (৪৫) নামে এক ড্রেজার মেশিন চালক নিহত হয়েছেন।

নিহত আব্দুর রশিদ পটুয়াখালী জেলার বাউফল থানার কালিছড়ি ইউনিয়নের পোনাউল্লা গ্রামের চাঁন মিয়া হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৈলনপুর ইউনিয়নের আলীপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী হতে বালু উত্তোলন করার সময় ঘটনাটি ঘটে।

জানা যায়, এম. বি সিরাজুন মনিরা ড্রেজিং প্রকল্প এর লোড ড্রেজার এর চালক আব্দুর রশিদ প্রতিদিনের মত মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পৈলনপুর ইউনিয়নের আলীপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী হতে ড্রেজার মিশিন দিয়ে বালু উত্তোলন করতে যান। এ সময় ড্রেজারের ইঞ্জিনে শভা সোয়েটার পেছিয়ে বাম হাত বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হয়ে তিনি ঘটনা স্থলে মারা যান। তিনি গত এক মাস যাবৎ কুশিয়ারা নদীতে ড্রেজার চালনার কাজ করে আসছিলেন । খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এব্যাপারে ওসমানীনগর থানার এস আই মুমিনুল হক বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জেএস/এএসআর