সিলেটশনিবার , ২২ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের তরুণ আলেম আব্দুল মুকীত ক্যান্সার রোগে আক্রান্ত, সাহিয্যের আবেদন

Ruhul Amin
জুন ২২, ২০১৯ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
সিলেটের প্রখ্যাত আলেম দক্ষিণ সুরমার মোমিন খলা জামেয়া দারুল হুদা মাদ্রসার শিক্ষা সচিব ও মুহতামিন মাওলানা আবদুল মুকীত ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। জানা যায় মাওলানা আব্দুল মুকীত দক্ষিণ সুরমা ৩নং তেতলি ইউনিয়নের লতিপুর গ্রামের মৃত আব্দুল খালিকের দ্বিতীয় পুত্র। মরন ব্যাদী জটিল রোগের আক্রান্ত হয়ে মানবিক সাহিয্যের আবেদন করেছেন সিলেটবাসীর কাছে।
ব্যক্তিগত ইতিহাস থেকে জানা যায়, মাওলানা আব্দুল মুকীত দেওবন্দ পাশ একজন তরুণ আলিমে দ্বীন। লেখাপড়া শেষ করে তিনি সিলেটের বিভিন্ন মাদরাসার সিনিয়র শিক্ষক পদে থেকে ইলমে হাদীসের খেদমত করে আসছেন। বর্তমানে তিনি শহরতলীর একটি দাওরায়ে হাদীস পর্যন্ত মাদরাসার শিক্ষাসচিবের দায়িত্ব পালন করার সাথে সাথে সিনিয়র মুহাদ্দিস পদে নিয়োজিত আছেন। কিতাব ও ইসলামী বই-পুস্তক লেখালেখির ক্ষেত্রেও তাঁর সরব পদচারণা রয়েছে। ব্যক্তিজীবনে তিনি তিনটি অবুঝ কন্যাসন্তানের জনক।
গত ২০১৫ সালে তাঁর খাদ্যনালীতে হঠাৎ মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। আলহামদুলিল্লাহ সকলের দুআয় এবং আল্লাহর খাছ রহমতে ঢাকা ও চেন্নাই দীর্ঘ ব্যয়বহুল চিকিৎসা করার পর তা কমে যায়। কিন্তু চলিত রমজানের আগের রমজানের শেষ দিকে হঠাৎ গলার আওয়াজ (স্বর) ভেঙ্গে যায়। নাক, কান ও গলা বিভাগের একাধিক বিশেষজ্ঞ ডাক্তার নানা পরীক্ষা-নিরীক্ষা করে এবং ক্যান্সারের যাবতীয় রিপোট দেখে বললেন, কন্ঠনালীতে স্ট্রোক হয়েছে, ক্যান্সার নয়, তা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তাই তিনি তাঁদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যান। মধ্যাখানে গত অক্টোবর ২০১৮ সালে হার্টে প্রবলেম দেখা দিলে একটি প্রাইভেট ক্লিনিকের সিসিইউতে ভর্তি হন। এতে স্বরনালীসহ সবমিলিয়ে প্রায় আড়াই লক্ষাধিক টাকা ব্যয়। যা একজন মাদরাসা শিক্ষকের জন্য কত বড় চাপ,তা ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না।
এদিকে প্রায় মাসদিন আগে হঠাৎ গলার ডান পাশে ছোট ছোট কয়েকটি গোটা দেখা দিলে তিনি ঢাকা মেডিকেল কলেজের একজন নাক,কান ও গলা বিভাগীয় চিকিৎসকের কাছে ট্রিটমেন্ট নেন। চিকিৎসক নানা ব্যয়বহুল পরীক্ষা-নিরীক্ষা করে আবারও তাঁর গলায় মরণব্যাধি ক্যান্সার আবিষ্কার করেন। সংবাদটি শোনামাত্র সবার মাথায় যেনো আকাশ ভেঙ্গে পড়ে। রোগীর আত্মীয়-স্বজন এবং ফ্যামেলির মধ্যে কান্না ও বিষাদের ছায়া নেমে আসে।
রোগী ধারাবাহিক চিকিৎসাব্যয় মিটাতে মিটাতে বর্তমানে একেবারে শূন্যহস্ত। তাই তিনি অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না। কিন্তু রোগ নিয়েতো আর বসে থাকা যায় না। তাই তিনি আল্লাহর উপর ভরসা করে এবং সমাজের প্রতি আশা রেখে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আবারও ট্রিটমেন্ট শুরু করেছেন। এতে অনেক টাকার প্রয়োজন। ডাক্তারদের আশ্বাস এবং সকলের আশা যদি আল্লাহর খাছ রহমত থাকে, তাহলে তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং কুরআন-সুন্নাহর খেদমতে নিয়োজিত হবেন। কাজেই রোগীর অসহায় ফ্যামেলি এবং তাঁর তিনটি অবুঝ কন্যাসন্তানের মুখে হাসি ফুটানোর জন্য নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার জন্য সমাজের প্রতি আকুল আবেদন জানানো যাচ্ছে। নিম্নে রোগীর ব্যাংক হিসাব প্রদত্ত হলো-1) MAULANA ABDUL MUKIT, A/C NO. 50511000029, Bank Asia,Sylhet, Uposhor, Branch. 2) MAOLANA ABDUL MUKIT,A/C NO. 20503210200382815,Islami Bank Bangladesh Ltd, Dakshin Surma [125910954], Branch.