সিলেটশনিবার , ২৭ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এবার ভারতেও ছেলেধরা সন্দেহে তিন কংগ্রেস নেতাকে গণপিটুনি

Ruhul Amin
জুলাই ২৭, ২০১৯ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ছেলেধরা সন্দেহে গ্রামবাসীরা রাস্তায় গাছ ফেলে সন্দেহভাজন গাড়িটি ঘিরে ফেলে। ঘটনাক্রমে রাতেই ওই এলাকায় গাড়ি করে আসেন তিন কংগ্রেস নেতা। তারা এসে দেখেন রাস্তায় গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এতে তারা ভয় পেয়ে যান। আর সেই ভয়ই তাদের বিপত্তি ডেকে আনে। গণপিটুনির শিকার হয়ে ঠাই হয় হাসপাতালে।

বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলার নবলসিন গ্রামে ঘটনাটি ঘটে।

গণপিটুনিতে আহত তিন কংগ্রেস নেতা হলেন- ধর্মেন্দ্র শুক্লা, ধার্মু সিংহ লাঞ্জিওয়ার এবং ললিত বরাস্কর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই তিন কংগ্রেস নেতা যখন গ্রামে প্রবেশ করেন তখন তারা দেখতে পান, গাছ কেটে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তারা মনে করেন, কোনও ডাকাত দলের কাজ এটা। ফলে তারা পেছনে ফিরে যেতে চান। তখনই তাদের তাড়া করে গ্রামবাসী। দ্রুত ওই নেতাদের গাড়ি ঘিরে ফেলে। এরপর গাড়ি ভেঙে নেতাদের বের করে গণপিটুনি দেওয়া হয়।

পুলিশ আধিকারিক রামস্নেহী মিশ্র বলেন, ছেলেধরা সন্দেহে কংগ্রেস নেতাদের পিছু নেয় গ্রামবাসী। তারা গাড়ির উপর আক্রমণ করে। এ ঘটনায় বেতুল থানার পুলিশ একটি মামলা ফাইল করেছে।

বেশ কয়েকদিনে ধরে ভারতে ছেলেধরা সন্দেহের খবর ছড়াচ্ছে। কয়েক জেলায় ইতোমধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন নিহতের খবরও পাওয়া গেছে।