সিলেটশনিবার , ১৭ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আমার বেঁচে থাকা মৃত্যুর চেয়ে কষ্টকর: শেখ হাসিনা

Ruhul Amin
আগস্ট ১৭, ২০১৯ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
বাবা, মা, ভাইদের হত্যার কথা বলতে গিয়ে আপ্লুত শেখ হাসিনা বলেছেন, তার বেঁচে থাকা মৃত্যুর চেয়ে কষ্টকর।

শুক্রবার রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার কথা বলতে গিয়ে বরাবরের মতো আবেগে আপ্লুত হয়ে পড়েন জাতির জনকের কন্যা।

১৯৭৫ সালর ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে হামলা করে শেখ হাসিনা এবং শেখ রেহানা ছাড়া জাতির জনকের গোটা পরিবারকে খুন করে সেনাবাহিনীর একটি দল। বাঁচতে পারেনি নয় বছর বয়সী শিশু শেখ রাসেলও। দুই বোন বেঁচে যান বিদেশে থাকায়।

এই ঘটনার দুই সপ্তাহ আগে বিদেশে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। সেই কথা বলতে গিয়ে আবেগে গলা ধরে আসে বঙ্গবন্ধু কন্যার। বলেন, ‘১৫ দিন আগে আমাকে আর রেহানাকে বিদেশে যেতে হয়েছিল। এ কারণে আমরা বেঁচে যাই। কিন্তু এই বেঁচে থাকা আনন্দের নয়। আমার বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত মৃত্যুর চেয়ে কষ্টকর।’