সিলেটবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাখাইনে সামরিক ঘাটিতে হামলায় ৩০ সেনা নিহত

Ruhul Amin
আগস্ট ২৯, ২০১৯ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
মিয়ানমারের উত্তর রাখাইনে একটি সামরিক ঘাঁটিতে সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মির হামলায় অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় উত্তর রাখাইনের প্রত্যন্ত অঞ্চল ‘ম্রাউক-উ’র একটি সামরিক ঘাঁটিতে এ হামলা হয়। এ ঘটনায় এখনও থেকে থেকে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে জানা গেছে।- খবর ইরাবতি

আরাকান আর্মির এক মুখপাত্রের বরাতে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদনে আরও বলা হয়, ‘হামলার ঘটনায় আরাকান আর্মির দুই সদস্য নিহত এবং আরও অন্তত ৫ সদস্য আহত হয়েছেন বলেও জানান ওই মুখপাত্র।’

তবে, আরাকান আর্মির সদর দফতর থেকে এখনও সংঘর্ষের বিষয়ে নতুন করে কিছু না জানানোয়, এ নিয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।

এদিকে, মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে উত্তর রাখাইনের কিয়ক-ত এবং ম্রাউক-উ’তে দু’পক্ষের সংঘর্ষের বিষয়টি স্বীকার করা হলেও, সেনা সদস্য নিহতের বিষয়টি অস্বীকার করা হয়। তবে, হামলয় কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়।