সিলেটবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মুসলমানদের বিরুদ্ধে সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে ভারত : অরুন্ধতী রায়

Ruhul Amin
আগস্ট ২৯, ২০১৯ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ভারতীয় লেখক ও মানবাধিকার কর্মী অরুন্ধতী রায় বলেছেন, দেশের সংখ্যালঘু জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে ভারত সরকার।

মূলত উগ্র হিন্দুত্ববাদি দল বিজেপি ভারতের ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটির সংখ্যালঘু মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছেন।

অরুন্ধতী বলেন, স্বাধীনতার পর থেকেই নিজ দেশের জনগণের বিরুদ্ধেই বারবার সেনাবাহিনীকে ব্যবহার করেছে।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন অরুন্ধতী।

কাশ্মীর অবরোধ ও অব্যাহত কারফিউয়ের জন্যহিন্দুত্ববাদি নরেন্দ্র মোদি সরকারের নিন্দা জানিয়েছেন তিনি।

অরুন্ধতী বলেন, কাশ্মীরিদের তাদের ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। রাজবন্দি করা হয়েছে সব রাজনৈতিক নেতাকে। সব যোগাযোগব্যবস্থা বন্ধ করে দিয়ে গত ২৩ দিন ধরে তাদের স্বাভাবিক জীবন স্থবির করে দেয়া হয়েছে। একেবারে নতুন ধরনের দমন-পীড়ন চালাচ্ছে সরকার।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর থেকেই সেনাবাহিনীকে কাশ্মীর ও হায়দ্রাবাদ-তেলেঙ্গানার মুসলিমদের বিরুদ্ধে, পাঞ্জাবের শিখদের ওপর, গোয়ার খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হচ্ছে।’

ম্যান বুকার জয়ী এ লেখক আরও বলেন, ‘ভারত তার নিজের লোকদের বিরুদ্ধে সেনা মোতায়েন করেছে। পাকিস্তানের সঙ্গে পরিস্থিতির তুলনা করে তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তান রাষ্ট্র ভারতীয় রাষ্ট্রের মতো তার সেনাবাহিনীকে তার নিজের লোকের বিরুদ্ধে কখনও লেলিয়ে দেয়নি। তবে ভারত এই কাজটি বারবার করেছে।’

এ মন্তব্যের কারণে অরুন্ধতীকে ‘দেশদ্রোহী’ বলে সমালোচনা করছে ভারতীয়দের অনেকেই।

কাশ্মীর ইস্যুতে প্রায় ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে বক্তব্য দেন তিনি। জম্মু-কাশ্মীর ইস্যুতেও শুরু থেকেই নিপীড়িত কাশ্মীরিদের পক্ষেই অবস্থান নিয়েছেন। উপত্যকার স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের পরই কাশ্মীরিদের প্রতি সংহতি জানিয়ে দিল্লিতে বসবাসরত কাশ্মীরিদের সঙ্গে ঈদের খাবার খেয়ে নজির স্থাপন করেন অরুন্ধতী। প্রশ্ন তুলেছেন, কাশ্মীরে কেন লাখ লাখ সেনা।

এদিকে ন্যায়সঙ্গত কথা বলায় অনেকেই অরুন্ধতীর পক্ষে অবস্থান নিয়েছেন।

আয়েশা ইজাজ নামের এক পাকিস্তানি আইনজীবী লিখেছেন, ‘ভারতীয় রাষ্ট্র এবং তার মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করে মন্তব্য করার জন্য অরুন্ধতী রায়কে সম্মান জানাই।’