সিলেটবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সিলেটে অভিযান, জরিমানা

Ruhul Amin
অক্টোবর ৩, ২০১৯ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নগরীর কালীঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন আদালত।

বুধবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান বের করা হয়। অভিযানকালে কালীঘাটের জেরিন ব্রাদার্স ও ছালেহ ব্রাদার্সকে ৮ হাজার টাকা করে, রঞ্জিত বাণিজ্যালয়কে ৭ হাজার টাকা এবং রাইয়ান ব্রাদার্স ও শাহপরান (র.) বাণিজ্যালয়কে ৬ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ পাঁচ প্রতিষ্ঠানসহ ৭টি প্রতিষ্ঠানকে সবমিলিয়ে ৫০ হাজার জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে অধিক মূল্যে পেঁয়াজসহ বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে এদের জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে জেলা বাজার কর্মকর্তা মোরশেদ কাদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।