সিলেটমঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাহ আরফিনে ২৭ টি শ্যালো মেশিন ও ১১ হাজার ফুট পাইপ ধ্বংস

Ruhul Amin
নভেম্বর ২৬, ২০১৯ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ সংবাদদাতা:
কোম্পানীগঞ্জের শাহ্ আরফিন টিলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি শ্যালো মেশিন, ৫টি ট্রাক্টর ও ১১ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে। আর্থিক মূল্যে যার ক্ষতির পরিমাণ প্রায় সত্তর লক্ষ টাকা। সোমবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে এ অভিযান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য অভিযান পরিচালনা করেন।
টাস্কফোর্স সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে শাহ্ আরফিনে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন অব্যাহত রাখায় অভিযানে নামে টাস্কফোর্স। অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরাও অংশ নেন। অভিযানকালে পাথর উত্তোলনকাজে ব্যবহৃত ২৭টি শ্যালো মেশিন, পাথর পরিবহন কাজে ব্যবহৃত ৫টি ট্রাক্টর ও ১১ হাজার ফুট পাইপ জব্দ করা হয়। পরে সেগুলো কোয়ারি এলাকায় আগুন দিয়ে পোড়ানো হয় এবং হাতুড়ি দিয়ে অকেজো করা হয়। এসময় দুটি কোয়ারির বাধ কেটে পানিতে পূর্ণ করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাহ আরফিনে টাস্কফোর্সের অভিযান হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।’