সিলেটবুধবার , ২৭ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রিকাবীবাজারে বিলবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক

Ruhul Amin
নভেম্বর ২৭, ২০১৯ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে নেতার “আত্মপ্রচারের” বিলবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এক যুবক।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে স্টেডিয়াম গ্যালারীর পাশের সড়কে একটি খুঁটিতে বিলবোর্ড লাগাতে গিয়ে আহত হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তৌফিক আহমদ নামের ওই যুবকের অবস্থা আশংকাজনক। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। জেলার দিরাই উপজেলার ভাটিপাড়ার আকবর হোসেনের ছেলে তিনি। ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন কামরানের নামের একটি বিলবোর্ড ঝুলে থাকতে দেখা গেছে, ধারণা করা হচ্ছে এ বিলবোর্ড লাগাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
স্থানীয়রা জানান, “রাতে রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটের পাশে ফেস্টুন লাগাচ্ছিলেন তৌফিক। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে সেখানে আটকা পড়েন তিনি। পথচারীরা বিষয়টি দেখে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। সাথে সাথে ফায়ার সার্ভিসের একদল কর্মী সেখানে এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার হুমায়ুন কার্নাইন।
আগামী ৫ ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।