সিলেটবুধবার , ২৭ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চৌকিদেখি থেকে ২৭ লাখ টাকার ভারতীয় ওষুধসহ আটক ১

Ruhul Amin
নভেম্বর ২৭, ২০১৯ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
নগরীর চৌকিদেখি এলাকার লাক্কাতুরা চা বাগানের গেইটের সামনে থেকে প্রায় ২৬ লাখ ৭৪ হাজার টাকা দামের ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধসহ কোম্পানীগঞ্জ উপজেলার দয়ালবাজার উত্তর রাজনগর গ্রামের খোরশিদ আলীর ছেলে আল মারজান আবুলকে (২০) আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভূইয়া, এসআই শাওন মাহমুদ অপু, এএসআই সঞ্জয় চন্দ্র দে এবং অন্যান্য ফোর্স।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকারের দিক নির্দেশনায় এসআই(নিঃ) সারোয়ার হোসেন ভূইয়া’র নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম সিলেট জেলার জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পন্য আনয়নের বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। ঐ সূত্র ধরে বুধবার ভোর ৫টা থেকে এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি বাশবাড়ী লাক্কাতুরা টি এস্টেটের মেইন গেইটের সামনে এয়ারপোর্ট টু সিলেটগামী পাকা রাস্তার উপর অবস্থান নেয়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে চোরাই মালামালসহ ঐ যুবককে আটক করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে DICLOFENAC SODIUM & PARACETAMOL TABLETS IP DICLO-M ৭ কার্টুন, Cyproheptadine Hydrochloride I.P. Practin SYRUP ২ কার্টুন, PIRAMAL ENTERPRISES LIMITED, Saridon ৪ কার্টুন। সর্বমোট উদ্ধারকৃত মালামালের মূল্য অনুমান প্রায় ২৬ লাখ ৭৪ হাজার টাকা।
আটক আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঔষধ (ভারতীয় পন্য) চোরাচালানের মাধ্যমে সিলেট জেলার জৈন্তাপুর গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনয়ন করা হয়েছে।
এ চোরাচালানের সাথে আরো অনেকেই জড়িত বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।