সিলেটশনিবার , ৩০ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর শহীদ

Ruhul Amin
নভেম্বর ৩০, ২০১৯ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ইহুদিবাদি অবৈধ রাষ্ট্র ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৬ বছরের এক ফিলিস্তিনি কিশোর শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (২৯ নভেম্বর) গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনুসের কিশোর ফাহাদ আল আসতালকে পেটে গুলি করে শহীদ করে ইসরায়েলের সেনারা।

ইসরায়েলি সীমান্তে গত শুক্রবারের (২৯ নভেম্বর) সাপ্তাহিক বিক্ষোভ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছিল।

স্থানীয়রা জানিয়েছে, তবে সেখানে কিছু ফিলিস্তিনি যুবক জড়ো হয়েছিল। পরে তাদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, টানা এক যুগের ইসরায়েলি অবরোধে পৃথিবীর বৃহত্তম উন্মূক্ত কারাগারে রূপান্তরিত হয়েছে গাজা উপত্যকা। অবরোধ প্রত্যাহারের দাবিতে গত বছর থেকে সীমান্তে প্রতি শুক্রবার সাপ্তাহিক বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। তখন থেকে এ পর্যন্ত সেখানকার বেসামরিক অঞ্চলে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩৪৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কয়েক হাজার।