সিলেটসোমবার , ৯ ডিসেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হিন্দুত্ববাদী মোদী সরকারকে কাশ্মীরে গ্রেফতার-নির্যাতন বন্ধ করতে মার্কিন প্রতিনিধি পরিষদের আহ্বান

Ruhul Amin
ডিসেম্বর ৯, ২০১৯ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থার ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার এবং গণ গ্রেপ্তার ও নির্যাতন বন্ধের জন্য নরেন্দ্র মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। পাশাপাশি সব সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।

গত শুক্রবার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেমোক্র্যাট দলের আইন প্রণেতা প্রমিলা জয়পালের সঙ্গে রিপাবলিকান দলের আইন প্রণেতা স্টিভ ওয়াটকিনস প্রতিনিধি পরিষদে ৭৪৫ নম্বর প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মীরের যোগাযোগের ওপর থেকে সব বিধিনিষেধ প্রত্যাহার ও ইন্টারনেট সুবিধা চালু করার আহ্বান জানানো হয়।

এছাড়া, খেয়ালখুশি মতো আটক করা ব্যক্তিদের দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে। আটক ব্যক্তিদের মুক্তির ক্ষেত্রে কোনো শর্ত না দিতেও বলা হয়েছে এতে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভয়হীন পরিবেশে প্রবেশাধিকার দেয়ার আহ্বান জানানো হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের দ্বিদলীয় এ প্রস্তাবে।