সিলেটশুক্রবার , ১৪ আগস্ট ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গরমের ছড়া

Ruhul Amin
আগস্ট ১৪, ২০২০ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

গরমের ছড়া
⁃ কে এম আবুতাহের চৌধুরী
এবার রোদের তেজ বেশী
প্রাণ ছটফট করে,
গরমের জ্বালায় অস্থির হয়ে
যাই সাগর পাড়ে ।
অর্ধ নগ্ন বনি আদমের
চেহারা ছুরত দেখে,
লজ্জায় মাথা হেট হয়ে যায়
কি দেখি দিবালোকে?
করোনার কেউ ধার ধারেনা
এ যে আজব লীলা,
মাস্কের কোন নিশানা নেই
চলছে মজার খেলা ।
হায়া শরম নেই যে কারো
বিজাতির এই দেশে,
ছোট ছোট ছেলে মেয়েরা
মুখ লুকিয়ে হাসে।
দেশের চেয়ে গরম বেশী
কি করি উপায়,
দোজখের আগুন কেমন হবে
টের পাওয়া যায় ।
শীতের দেশে এত গরম
সবাই পেরেশান ,
ঠাণ্ডা করে দাওগো খোদা
তুমি মেহেরবান ।
চারিদিকে বাডছে হাহাকার
নেই সুন্দর পরিবেশ,
দাবানলে পুড়ছে আদম সন্তান
স্বস্তির নেই লেশ।
রাতের বেলা ঘুম আসেনা
করি এপাশ ওপাশ,
গরমে মনে আসে অশান্তি
টানতে পারিনা শ্বাস ।
মাথা গরম শরীর গরম
গরম সারা দেশ,
দখিনা হাওয়া বইবে কবে
কষ্ট হবে নি:শেষ ?
এরই মাঝে বইছে বাতাস
প্রাণ বাঁচাবার তরে,
মাবুদ তোমায় স্মরণ করি
কৃতজ্ঞতায় মন ভরে ।
একটুখানি আরাম দাও
বান্দা যে তোমার,
আকাশ থেকে বৃষ্টি ঝরাও
এটা মোর আব্দার ।