সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ ইং | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১
সিলেট রিপোর্ট :
সেবামূলক প্রতিষ্ঠান খলিফায়ে মাদানী শায়খ সৈয়দ আব্দুল খালিক রহ.স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সেবামূলক ব্যতিক্রমী সেমিনার অদ্য বুধবার সন্ধায় সিলেট আম্বরখানাস্থ হোটেল পলাশে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী হাফিজ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদের স্বাগত বক্তব্য’ ও সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সুহাইল আহমদ এবং সৈয়দ হাবিব ছালেহ এর পরিচালনায়
প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বিশিষ্ট গবেষক,
ক্লিনিক্যাল রিসার্চার ক্রনিক ডিজিজ,ইন্টিগ্রেটেড মেডিসিন সেন্টারের চেয়ারম্যান মানবতার কল্যাণে নিবেদিত সেবক ডাক্তার হুমায়ুন কবির চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামিয়া দারুল কুরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেনঃ জামিয়া গহরপুরের মুহতামীম আল্লামা গহরপুরী রাহ.এর সাহেবযাদা
মাওলানা মুসলেমউদ্দীন রাজু সাহেব।সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র জনাব রেজাউল হাসান কয়েস লোদী,অনুভূতি প্রকাশ করেন,শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সালিম কাসিমী,মুফতি মুতিউর রাহমান
,মাওলানা দ্বীনুল হক,মাওলানা
আখতারুজ্জামান,মাওলানা এরশাদ খান আল হাবিব,মাওলানা মারজান ফিদাউর,মুফতি আহমদুল হক উমামা,মাওলানা উমর নূরি,জনাব হাসান আহমদ,হাফিজ জাবির আহমদ,মাওলানা গুলজার আহমদ,শফিকুল ইসলাম,খুবাইব আহমদ,প্রমুখ।এছাড়াও বিভিন্ন পেশাজীবি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে প্রানবন্ত অনুষ্ঠানে রুপ নেয়।
একটি মনুজ্ঞ অনুষ্ঠান উপহার দেয়ায় দরদী আলেম
ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদের কৃতজ্ঞতা জানান উপস্থিতিরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com