সিলেটশনিবার , ১০ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সার রোগীর পাশে দাড়ালো বালাগঞ্জে ফ্রেন্ডস গ্রুপ

Ruhul Amin
ডিসেম্বর ১০, ২০১৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

বালাগঞ্জ থেকে আবুল কাশেম অফিক: বালাগঞ্জ হাইস্কুল ফ্রেন্ডস গ্রুপ ৯৮/৯৯ ব্যাচের শিক্ষার্থীদের এর উদ্যোগে ‘বন্দুর পাশে আমরা’ শীর্ষক নগদ অর্থ প্রদান অনুষ্টানের আয়োজন করা হয়।  দেশে-বিদেশে অবস্থানরত ফ্রেন্ডস গ্রুপের সদস্যদের আর্থিক  সহযোগীতায় দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত ফ্রেন্ডস গ্রুপের এক সদস্যের স্ত্রীর চিকিৎসার জন্য এক লক্ষ টাকার নগদ অনুদান প্রদান করা হয়েছে।  প্রাবাসী অনুদানকারী সদস্যরা হলেন-যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমদ শিপু, নজরুল ইসলাম মাছুম, আব্দুল অদুদ সুমন, আবু ফতেহ চৌধুরী সায়মন, জুনাব আলী, লোকমান আহমদ, মিজানুর রহমান,
ফ্রান্স প্রবাসী আরিফ হোসেন গৌরিস তালুকদার স্বপন রায়,  আমেরিকা প্রবাসী আব্দুল কাইয়ুম ময়না, পোল্যান্ড প্রবাসী মুজিব খান, বাহরাইন প্রবাসী শামীম আহমদ, মোস্তাক আহমদ, জিতু মিয়া, সৌদি আরব প্রবাসী কবির আহমদ, সেবুল আহমদ, বজলুর রহমান সহ দেশ  বিদেশের অবস্থানরত প্রায়’ই সহপাঠীরা।
এই মহতি উদ্যোগে ফ্রেন্ডস গ্রুপের অনুদান গ্রহনকারী সদস্য ও অনুষ্টানে উপস্থিত হওয়া শিক্ষক,সদস্য দীর্ঘ দিন একত্রিত হতে পেড়ে  অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রবীন শিক্ষক শহীদ উল্লাহ অশ্রু ভরা চোখে বক্তব্য দেন। আর এই বক্তব্য প্রদানকালে উপস্থিত সকলের চোখের জল গড়িয়ে পড়ে। অনুষ্টানে ফ্রেন্ডস গ্রুপের প্রায় অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। ৯ ডিসেম্বর বিকেলে বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেনী কক্ষে আয়োজিত অনুষ্টানে বক্তারা বলেন, বিন্দুর মধ্যে সিন্ধুর জন্ম নেবে। মানবতার কণ্যানে সহযোগীতার হাত প্রসারিত করায় ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা সত্যিই প্রসংশার দাবী রাখে। এই মহতি উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এর পথ চলা যেন নিরন্তর অব্যাহত থাকে। শিক্ষকরা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষকদের বাড়তী তেমন কোনো চাওয়া-পাওয়া নেই। তারা শুধু শিক্ষার্থীদের কাছ থেকে একটু শ্রদ্ধা আর সম্মান পেলেই খুশি। পিতা-মাতার কাছে তার সন্তান যেমন, শিক্ষকদের কাছে ছাত্ররাও তেমন। বর্তমান কিংবা সাবেকই হোক না কেন শিক্ষকদের কাছে তারা সব সময়ই ছাত্র। ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের  সভাপতিত্বে  ও ফ্রেন্ডস গ্রুপের সদস্য আবুল কাশেম অফিকের পরিচালনায় বক্তব্য রাখেন, ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক শহীদ উল্লাহ্, সিনিয়র শিক্ষক গুলজার আহমদ চৌধুরী, একরামূল হক, রহমত আলী, নূরুল আমীন, সাবেক খন্ডকালীন শিক্ষক সিনিয়র সাংবাদিক রজত দাস ভুলন, বালাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান ও ফ্রেন্ডস গ্রুপের সদস্য মো: আব্দুল মুনিম, শাহ আলম সজিব, দেবাশীষ দাস, রিংকু দাস, শামীম আহমদ ও সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, আব্দুল হামিদ ও গীতা পাঠ করেন গণেশ দাস। উল্যেখ্য
যে, ২৩-০৯-১৫ ইং উক্ত গ্রুপটি লন্ডনে যাত্রা শুরু করে,গত  ২৮ অক্টোবর ১৬ ইং ‘মানবতার কল্যানে আমরা’ এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশে আর্তমানবতার সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছিল। তাদের সেই দিপ্ত অঙ্গিকার এবার বাস্তবে রুপ নিল।15451376_1270207073051148_102042238_n