সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ ইং | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২২
পাকিস্তানের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ডেপুটি স্পিকার কাসেম সুরির সিদ্ধান্তকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন।
৩ এপ্রিল দেশটির জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন সেই প্রস্তাব বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাসেম সুরি।
ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত বাতিল করে দিয়ে এখন ৯ এপ্রিল শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
এদিন যদি ইমরান খান অনাস্থা ভোটে জেতেন তাহলে তার প্রধানমন্ত্রীর পদ থাকবে। নয়ত তাকে ছাড়তে হবে প্রধানমন্ত্রীর দায়িত্ব।
তার প্রধানমন্ত্রিত্ব ধরে রাখার একটি পথই এখন খোলা। সেটি হলো অনাস্থা ভোটে জয়।
বিষয়টি আদালত তার রায়ে বিশেষ করে উল্লেখ করে দিয়েছেন।
এ বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাবের ওপর অবশ্যই ভোট হতে হবে।
এই ভোটে যদি প্রধানমন্ত্রী ইমরান খান হেরে যান তাহলে জাতীয় পরিষদ নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। আর যদি ইমরান খান অনাস্থা ভোটে জেতেন তাহলে তিনিই আগের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ও দেশটির সরকারও আগের মতো তাদের কার্যক্রম চালাবে।
সূত্র: জিও নিউজ, ডন অনলাইন
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com