সিলেট ১৬ই মে, ২০২২ ইং | ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২
সিলেট রিপোর্ট :
খলিফায়ে মাদানী শায়খ সৈয়দ আব্দুল খালিক রহ.
স্মৃতি ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায়,কুরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ কর্তৃক পরিচালিত সৈয়দপুর ইমদাদুল উলুম নূরানিয়া মাদরাসায় মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণের পুরস্কার প্রদান অনুষ্ঠান ২৬ রামাযান ১৪৪৩ হিজরি বৃহস্পতিবার দুপুর ১২ টায় মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের দায়িত্বশীল হাফিজ সৈয়দ হাবিব ছালেহ এর পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন:
সৈয়দপুরের প্রবীণ আলেম হাকীম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা শাহিদ মিয়া,
বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম,
সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার সম্মানিত উস্তাদ,
ফাউন্ডেশনের সহ সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ শিব্বির আহমদ,সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার উস্তাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সৈয়দ সুহাইল আহমদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেনঃসৈয়দপুর ইমদাদুল উলুম মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা সৈয়দ মারজান ফিদাউর,ক্বেরাত সেন্টারের প্রধান ক্বারী মাওলানা সৈয়দ ওলিদ আহমদ,সহকারী উস্তাদ ক্বারী মাওলানা সৈয়দ খুবাইব আহমদ,মাওলানা শেখ ফয়েজ আহমদ,ক্বারী মাওলানা আশফাক আলী,ক্বারী মুহা.মুসা নূর।অনুষ্ঠানে রামাযান নাশিদ পরিবেশনা করে কিশোর শিল্পী সৈয়দ উমায়ের আহমদ।
ফাউন্ডেশনের অন্যতম খেদমত রমজানে মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ,এ দ্বারা অব্যাহত থাকুক সবসময়। যার সার্বিক সহযোগিতায় আমাদের ফাউন্ডেশন প্রতিবছর নানাবিধ খেদমত আঞ্জাম দিয়ে আসছে!
ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান,সমাজ দরদী আলেম শায়খ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ সাহেবের কৃতজ্ঞতা আদায় করছি।আল্লাহ তাআলা মুহতারামকে দীর্ঘনেক হায়াত দান করুন আমীন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com