সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ ইং | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মে ২৭, ২০২২
সিলেট রিপোর্ট :বরেণ্য শাইখুল হাদীস আল্লামা হাফেজ নুর উদ্দিন আহমদ গহরপুরী রহ .প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেটের ছাত্র সংগঠন “আননূর” এর ১৫তম কার্যনির্বাহি পরিষদ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে ২৬ মে। জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর সভাপতিত্বে এবং মাওলানা সাঈদুর রহমান মুক্তাগাছা এর সঞ্চালনায় শুরুতেই এবছরের দায়িত্ব বন্টন হয়। তাকমিল ফিল হাদীসের ছাত্র জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মনসুর হোসাইনকে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
দ্বিতীয় অধিবেশনে জামিয়ার প্রবীন ছাত্ররা নবীনদের ফুল দিয়ে বরণ করেন। এসময় সবার মুখেই আপন করে নেয়ার ছাপ ফুটেছিল। নবীনরাও এ আনন্দ উপভোগ করেছেন পুরো দস্তুর।
শেষে জামিয়ার উস্তাদদের মধ্য থেকে ছত্রদের উদ্দেশে নসীহত করেন-মুফতি আনোয়ার হোসাইন শরিয়তপুরি,
মুফতি সাঈদুর রহমান মুক্তাগাছা, ইফতা বিভাগের মুশরিফ মুফতি আব্দুল্লাহ, মুফতি সালেহ আহমদ মক্কি, মুফতি ইশফাক শাফে প্রমুখ।
দারসে মনোযোগি হওয়ার পাশাপাশি আননূরের দান-অবদানকে গনিমত হিসেবে গ্রহণ করার নসিহত করেন বক্তারা। শুধু জ্ঞান অর্জন করার চে’ জ্ঞান প্রকাশের মাধ্যম আয়ত্ব করার প্রতি গুরত্বারুপ করেছেন উস্তাদবৃন্দ।
পরে মুফতি আব্দুল্লাহ. এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্ত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com