সিলেটসোমবার , ২৫ জুলাই ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বারহাট্টায় ট্রেনের টিকেট কালোবাজারিদের হাতে

Ruhul Amin
জুলাই ২৫, ২০২২ ৭:২০ পূর্বাহ্ণ
Link Copied!

আবু বকর (আদিব),ভ্রাম্যমাণ প্রতিনিধি:
ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকেট নির্ধারিত সময়ের পূর্বেই বিক্রি হয়ে যায় বলে মন্তব্য করেছেন একাধিক ভুক্তভোগী।

সরেজমিনে স্টেশন এলাকায় ঘুরে দেখা যায়,সবুজ মিয়া নামক এক কালোবাজারি কে বা কাদের সাথে আঁতাত সম্পর্ক রেখে নির্ধারিত সময়ের পূর্বেই বহু টিকেট সংগ্রহ করে স্টেশনের দুই নাম্বার লাইন সংলগ্ন হোটেল ও স্টেশনের আশেপাশে থেকে প্রতিটা টিকেট নির্ধারিত মূল্যের চেয়ে ৪-৫ গুণ বেশি মূল্য রেখে একই সিট নাম্বারে একাধিক টিকেট বিক্রি করে ভুক্তভোগী যাত্রীদের যাত্রাপথে পেরেশানিতে ফাঁসানো হয়।

এ ব্যাপারে বারহাট্রার স্টেশন মাস্টারের সাথে কথা বলতে গেলে, তিনি বলেন এ ব্যাপারে কাউন্টারে কথা বলেন,কারণ নির্ধারিত সময়েই কাউন্টারে টিকেট বিক্রি হয়!
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোক্তভোগী যাত্রী জানিয়েছেন, এমন পরিস্থিতিতে যাত্রী সেবায় নিয়োজিত নিরাপদ যানবাহন ট্রেনে কালোবাজারি ও দূর্নীতির কবল থেকে তারা মুক্ত হতে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ চান।