সিলেটবৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করা যাবে না : প্রধানমন্ত্রী

Ruhul Amin
ডিসেম্বর ২২, ২০১৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সারা বিশ্বের কাছে অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত। এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করেন।

ধর্ম যার যার, উৎসব সবার উল্লেখ করে তিনি বলেন, সংবিধান অনুসারেই আমাদের ধর্মনিরপেক্ষতা নীতি রয়েছে এদেশের মানুষ পুরোপুরি অসাম্প্রদায়িক, সহনশীল। অন্য ধর্মকে সম্মান করে এবং সকল ধর্মের সকল উৎসব একসঙ্গে পালন করেন তারা।

তিনি বলেন, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম অতি পবিত্র বিষয়। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার  করা যাবে না।

বড়দিন উপলক্ষে রাজধানীর ক‍ৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভায় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিওকে পোপ ফ্রান্সিসের কার্ডিনাল পদে নিয়োগ পাওয়ায় অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় গুরু একজন বাঙালিকে তার কার্ডিনাল নিয়োগ করেছেন। এটি পুরো বাঙালির জন্য গৌরব ও আনন্দের বিষয়।

আমাদের সকলের চেষ্টায় বাংলাদেশকে আমরা উন্নত এবং ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজি করে যাচ্ছি।