সিলেটবুধবার , ২৮ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের সহায়তায় আড়াই কোটি টাকা দিলো ইউরোপীয়ান কমিশন

Ruhul Amin
ডিসেম্বর ২৮, ২০১৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জরুরি মানবিক সহায়তার জন্য ইউরোপীয়ান কমিশন ৩ লাখ ইউরো অনুদান দিয়েছে। যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৪৯ লাখ ৪১ হাজার ৩৮২ টাকা।

ইউরোপীয়ান কমিশনের হিউম্যান এইডের ফান্ড থেকে রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য এই সহায়তা প্রদান করা হয়। কক্সবাজার জেলায় নতুন করে আসা ৭ হাজার ৫০০ রোহিঙ্গা এই ফান্ড থেকে সহযোগিতা পাবেন।

বুধবার ইউরোপীয়ান কমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইউরোপীয়ান কমিশনের মানবিক সাহায্য বিভাগের (ইসিএইচও) বাংলাদেশ কার্যালয়ের প্রধান রোমান মাসচের বলেন, ‘নাফ নদী পারি দিয়ে আসা অধিকাংশ রোহিঙ্গা তাদের সঙ্গে করে কোনো কিছুই নিয়ে আসেনি। তাদের মানবিক সহায়তা করা প্রয়োজন।’

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়-  বাংলাদেশে প্রায় ৩ থেকে ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক নির্যাতন  শুরু করে দেশটির সেনাবাহিনী ও স্থানীয়রা। এতে শতশত রোহিঙ্গা প্রাণ হারায়। প্রাণ বাচাঁতে প্রতিবেশি দেশ বাংলাদেশে পালিয়ে এসেছে হাজার হাজার রোহিঙ্গা।