সিলেটবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

Ruhul Amin
ডিসেম্বর ২৯, ২০১৬ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের জৈন্তাপুরে  টিউবওয়েল খনন করতে গিয়ে ‘পকেট গ্যাস’বের হওয়ার খবর পাওয়াগেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সংশ্লিষ্টরা কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। এলাকার জনসাধারণকে সতর্কতা হিসেবে টিউবওয়েল খননকাজের আশপাশে আগুন না জ্বালানোর পরামর্শ দেয়া হয়েছে। যেকোনো দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলের পাশে দুই দিনের জন্য গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, বুধবার উপজেলার আমবাড়ি গ্রামের মানিক মিয়া নিজের বাড়িতে টিউবওয়েল খনন কাজ শুরু করেন। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা যখন খনন কাজ শুরু করছিলেন, খনন করতে করতে ভ‚গর্ভের ১৩০ ফিট নীচে যাওয়ার পর খননকাজে ব্যবহৃত লোহার পাইপ বেরিয়ে আসে। এসময় আশপাশের মাটিও উপরের দিকে উঠতে থাকে। এতে করে সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এদিকে এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেটের হরিপুর গ্যাস ফিল্ড ডিজিএম প্রদীপ কুমার বিশ্বাস, সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক মাহমুদ হোসেন রব্বানী, সিলেট গ্যাস ফিল্ডের উপ-ব্যবস্থাপক সোহেল মাহমুদ চৌধুরী, সিলেট গ্যাস ফিল্ডের উপ-ব্যবস্থাপক ভ‚তত্ত¡বিদ ডা. মো. ফরহাদুজ্জামান, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান।
পরে প্রদীপ কুমার বিশ্বাস বলেন, ‘টিউবওয়েল খননকালে মাটির নীচ থেকে পকেট গ্যাস বেরিয়েছে। ভূ-গর্ভের ১৫০ হতে ৪৫০ ফুট গভীরে কিংবা এর কম-বেশি গভীরে দেশের বিভিন্ন স্থানে পকেট গ্যাস পাওয়া যায়।