সিলেটশুক্রবার , ২০ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিনে খুন হওয়া তারেকের লাশ সিলেটে দাফন

Ruhul Amin
জানুয়ারি ২০, ২০১৭ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

lon-khun (1)প্রবাস ডেস্ক :

ব্রিটেনের একটি অভিবাসী ডিটেনশন সেন্টারে খুন হওয়া গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের তারেক চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর মানিকপীর (রহ.) সিটি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিমানযোগে তারেক চৌধুরীর লাশ ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায়। তার ভাই মহসিন হাবীব লাশ নিয়ে দেশে আসেন। পরে তারেক চৌধুরীর গ্রামের বাড়ি ঢাকাদক্ষিণে লাশ নিয়ে যাওয়া হয়। সেখানে মাদরাসা মাঠে প্রথম জানাজা শেষে সিলেট নগরীর কুমারপাড়া মসজিদে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। বিকেলে মানিকপীর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তারেক চৌধুরীর ভাই মহসিন হাবীব বলেন, ব্রিটেনের মতো দেশে ডিটেনশন সেন্টারে আমার ভাই হত্যার ঘটনা আমরা মানতে পারছি না। আমাদের গোটা পরিবার শোকে স্তব্ধ। উল্লেখ্য, গত ব্রিটেনের গ্রেটার লন্ডনের হিলিংডন এলাকায় গত ১ ডিসেম্বর সকালে অভিবাসীদের ডিটেনশন সেন্টারে খুন হন তারেক চৌধুরী। ওই সময় লন্ডন পুলিশ জানায়, তারেক চৌধুরী গ্রেটার লন্ডনের হিলিংডন এলাকায় কোনব্রুক ইমিগ্রেশন রিমুভ্যাল সেন্টারে হামলাকারীদের সংঘবদ্ধ আক্রমণের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে এলাকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।