সিলেটশনিবার , ২১ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘ইসলামী ব্যাংকের অর্থে বেঁচে ছিল জামায়াত-শিবির’

Ruhul Amin
জানুয়ারি ২১, ২০১৭ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

78437সিলেট রিপোর্ট ডেস্ক :
ইসলামী ব্যাংকের অর্থেই জামায়াত-শিবির বেঁচে ছিল বলে মন্তব্য করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। শনিবার সকালে গুলশানের লেক শোর হোটেলে আয়োজিত ‘জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতের সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ইসলামী ব্যাংকে সংস্কার আনার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটার উপর ভিত্তি করেই রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট রিসার্স ইন্সটিটিউট (রাত্রি) এ বৈঠকের আয়োজন করে।

সামীম মোহাম্মদ আফজাল বলেন, ইসলামী ব্যাংকের সংস্কার হলেও জনগণের আমানত সরকার যথাযথভাবে সংরক্ষণ করবে। বিভিন্ন ব্যাংকের কর্মরত অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বর্তমানে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। ব্যাংকটির বর্তমান পর্ষদ দেশের অন্য যে কোনো ব্যাংক থেকে সেরা।

তিনি আরও বলেন, ২০০৫ ও ২০১২ সালে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছিল। কারণ ব্যাংকটির মাত্র ৫ ভাগ মাইক্রোক্রেডিট জনগণ পেত। এখন থেকে পুরোটাই পাবে তারা।