সিলেটবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইমাম সমিতির সম্মেলনে আল্লামা জামিল: নামাজ ব্যতিত কেউ প্রকৃত মুমিন হতে পারেনা

Ruhul Amin
জানুয়ারি ২৬, ২০১৭ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আলিয়া মাঠ থেকে,সৈয়দ উবায়দুর রহমান,সালেহ আহমদ শাহবাগী,সিলেট রিপোর্ট: বিশ্বসেরা ক্বারী,হাফিজে কোরআনদের সুললিতকন্ঠে মনোমুদ্ধকর পরিবেশে পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত ও তাফসীর মাহফিল শুরু হয়েছে।
সিলেট সরকারী আলিয়া মাঠে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে দু’ দিনব্যাপী এই সম্মেলন বৃহস্পতিবার বাদ জুহর থেকে শুরু হয়েছে।  মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস, লেখক-গবেষক আল্লামা জামিল আহমদ সিকড়াবী। তিনি বলেছেন, মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীর হেদায়েতের জন্য অবর্তীণ করা হয়েছে। যারা এই গ্রন্থ পাঠ করে আমল করবেন তারা অবশ্যই আলোর সন্ধান পাবেন। মুমিন যখন এই গ্রন্থ তেলাওয়াত করেন তখন তার ঈমানী শক্তি বৃদ্ধি পেতে থাকে।  তিনি বলেন, ঈমানের পরেই নামাজের স্থান । তাই নামাজ ব্যতিত কেউ প্রকৃত মুমিন হতে পারেনা। নামাজ পড়তে ্হবে একনিষ্টতার সাথে, খুশু খুজুর মাধ্যমে নামাজ আদায় করতে হবে , সেই নামাজই পরকালে কাজে আসবে। লোক দেখানো ইবাদাত পরিহার করে মহানবী সা. এর তরিকা অনুযায়ী আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ইবাদাত বন্দেগীর বিকল্প নেই।
ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী তেলাওয়াত ও তাফসিরুল কুরআন সম্মেলনে সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী,মাওলানা মুজিবুর রহমান, মুফতি ওলিউর রহমান,মাওলানা আহমদ,হোসাইন। বয়ান পেশ করেন, শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী, মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা হাম্মাদ গাজিনগরী, মাওলানা মাসুক আহমদ সালামি, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মুখলিসুর রহমান প্রমুখ।
সমিতির সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সুহাইব আহমদ, মাওলানা আশিকুর রহমান, হাফিজ আব্দুস সামাদ ও মাওলানা শহীদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে শুভেচ্চা বক্তব্য রাখেন, জামিয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিলেট সিটিকর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর তাওফিকুল হাদী, ২নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব রাজিক মিয়া, মুফতি বুরহান উদ্দীন, আল খলিল কোরআন শিক্ষাবোর্ডের সেক্রেটারী ক্বারী মাওলানা হেলাল আহমদ, গোলাপগজ্ঞ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, আলহাজ্ব নাদির খান, প্রফেসর শাহ আলম, প্রফেসর মাহমুদুল হাসান,মাওলানা আব্দুল খান, মুফতি নুর আহমদ কাসেমী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বিশিষ্ট ক্বারী মাওলানা ক্বারী আব্দুল মতিন, ক্বারী জহির আহমদ, ক্বারী ইরশাদ উল্লাহ,হাফিজ আব্দুল আখের, হাফিজ কাওসার আহমদ,হাফিজ যুবাইর  সিদ্দিকী, মনির আহমদ, হাফিজ জাকারিয়া মিসবাহ প্রমুখ।

আজ শুক্রবার ২য় দিন:
শুক্রবার বাদ জুম্মা থেকে শেষ দিনের কর্মসুচি শুরু হবে। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ^সেরা হাফিজ জাকারিয়া, হাফিজ নাজমুস সাকিব, হাফিজ আব্দুল আখের, হাফিজ সিফত উল্লাহ, হাফিজ ইয়াকুব হোসেন তাজ, হাফিজা আদিবা তাসনিম, হাফিজ সাদ শুরাইল, হাফিজ ইমদাদুল্লাহ, হাফিজ কলিম সিদ্দিকী। বিশেষ আকর্ষণ হিসেবে তেলাওয়াত করবেন সিলেটের গর্বিত সন্তান, ২১ দিনে কুরআনের হিফজ সম্পন্নকারী হাফিজ মাশহুদুর রহমান।
এছাড়া তাফসির পেশ করবেন শায়খুল হাদিস হযরত জাকারিয়া (র:)’র খলিফা মাওলানা বিলাল বাওয়া- লন্ডন, শেখ মাওলানা মোঃ ইমতিয়াজ উদ্দিন- লন্ডন, মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, শায়খুল হাদীস নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, প্রিন্সিপাল হাবীবুর রহমান, মুফতি আবুল কালাম জাকারিয়া,মাওলানা কাজী আবু হুরায়রা, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা আবুল হাসান জকিগঞ্জী প্রমুখ।