সিলেটরবিবার , ২৯ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামেয়া আমিনিয়ার বার্ষিক সম্মেলন সম্পন্ন

Ruhul Amin
জানুয়ারি ২৯, ২০১৭ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা হাফিজ যুবায়ের আহমদ আনসারী বলেছেন, আল্লাহ তায়ালা তাঁর ইবাদত বন্দেগির জন্য মানুষ সৃষ্টি করেছেন। তাই আল্লাহর ইবাদত বন্দেগি সঠিক ভাবে করতে হলে দ্বীনি ইলিম শিখতে হয়, এই ইলমের কেন্দ্রস্থল হল মাদরিসে ক্বওমিয়া। তিনি বলেন, আদর্শ মানুষ তৈরির কারখানা হলো এদেশের ক্বওমী মাদরাসা। তাই দ্বীনের স্বার্থে ক্বওমী মাদরাসার হেফাজতে এগিয়ে আসা সকলের ঈমানী দায়িত্ব। ২৮ জানুয়ারী শনিবার জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদরাসা এয়ারপোর্ট সিলেটের বার্ষিক ইসলামী সম্মেলনে বয়ান পেশ কালে তিনি এ কথাগুলো বলেন। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে বয়ান পেশ করেন শায়খুল হাদীস মাওলানা মুফতি ওলীউর রহমান, মাওলানা হাফিজ ইমদাদ উল্লাহ, শায়খুল হাদীস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, মাওলানা হাফিজ সৈয়দ শামিম আহমদ, মাওলানা লুৎফুর রহমান খান, মাওলানা মুফতি নাসির উদ্দিন খান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আলী নূর, মাওলানা মুফতি মুাম্মমাদ জাকারিয়া, মাওলানা সালেহ নজিব আয়ুবী, মাওলানা হাফিজ আফজল হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা নিয়ামত উল্লাহ প্রমুখ। তেলাওয়াত করে মোঃ সাবিত হাসান। সংগীত পরিবেশন কে আরিফ রব্বানী। শেষে মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।