সিলেটবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথ মাদানীয়া পরির্দশ করলেন আল্লামা বিলাল বাওয়া

Ruhul Amin
ফেব্রুয়ারি ২, ২০১৭ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বৃটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শায়খুল হাদিস হযরত জাকারিয়া (র:)’র খলিফা মাওলানা বিলাল বাওয়া আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সিলেটের্ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানীয়া বিশ্বনাথ মাদরাসা পরির্দশন করেছেন। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে জামিয়া চত্বরে প্রবেশ করে প্রথমে আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী (র) এর কবর জিয়ারক করে জামিয়ার র্নিমানাধীন নতুন ভবনের ৭তলা বিল্ডিংয়ের (ঢালাই) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে জামিয়ার মসজিদে বিপুল সংখ্যক ছাত্র,শিক্ষক ও স্থানীয় জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাত করেন। জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে ও মাওলানা হাম্মাদ গাজীনগরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদানীয়া ওয়েল ফেয়ার ষ্ট্রাষ্ট ইউকের সেক্রেটারী আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা শেখ মোঃ ইমতিয়াজ উদ্দিন প্যাটেল, ক্বারী মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা জহির উদ্দীন, হাজী সুন্দর আলী, মাওলানা শামসুল ইসলাম মিরেরচরী, হাজী ফজলুর রহমান, মাওলানা সাজিদুর রহমান, মুফতি খন্দকার হারুনুর রশীদ, মুফতি ইব্রাহিম খলিল,মাওলানা ইজাদুর রহমান, মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ। এদিকে, মাওলানা বিলাল বাওয়া জামিয়ায় পৌছালে ছাত্র-শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মাওলানা বিলাল বাওয়া তার বক্তব্যে আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি এই বাগান (মাদরাসা) তৈরী করে চলেগেলেন। আল্লাহপাক যেনো তাকে জান্নাতে উত্তম বাগানের মালিক বানিয়েদেন। পরে তিনি বিশ্বমুসলিমের শান্তি ও কামিয়াবী কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

Image may contain: 3 people
Image may contain: one or more people
Image may contain: 3 people, people sitting and hat
Image may contain: 1 person
Image may contain: 5 people