সিলেটবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভন্ড ইমরান হাজতে, শাস্তি দাবী এলাকাবাসীর

Ruhul Amin
ফেব্রুয়ারি ২, ২০১৭ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

কামরুল ইসলাম মাহি: দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় কতিথ ভন্ডপীর ইমরানকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।  মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এলাকাবাসী কুফরী আকিদা ও ভন্ডামী কর্মকান্ড সহ কুরআন শরীফের আয়াতুল কুরসী না পড়ে তার নাম পড়লে এর ছওয়াব হয়ে যাবে। তার বাবার কবরে ও তার পায়ে সিজদা করলে আল্লাহকে সিজদা করা হয়ে যায়। নবী করিম (সঃ) এর শানে দুরুদ না পড়ে তার নাম দিয়ে যে দুরুদ তৈরী করা হয়েছে সে দুরুদ পড়ার জন্য আদেশ দেয় এমন অভিযোগ করে আসছিলেন। কামালবাজার এলাকার জনৈক আনোয়ার আলীর মামলার প্রেক্ষিতে ইমরানকে আটক করা হয়।  বুধবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে
জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।
এদিকে ভন্ডপীর ইমরানকে আটক করায় পুলিশ প্রশাসনকে মোবারকবাদ জানান বৃহত্তর কামালবাজার এলাকাবাসী এবং সেই সাথে ইমরানের সর্বোচ্চ শাস্তি দাবী করেন তারা। মোবারকবাদ জ্ঞাপনকারী হলেন- বাংলাদেশ আনুজুমানে আল ইসলাহ মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী, কামালবাজারের বিশিষ্ট মুরব্বী হাজী বশির মিয়া, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার মিয়া, ধরগাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ শফিকুর রহমান, লন্ডন প্রবাসী, আব্দুল মতিন, কামালবাজার যুবলীগ সভাপতি হাজী শফিক মিয়া, বিশ্বনাথ ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ছাদিক সিরাজী, সমাজসেবক চৌধুরী আলী আনহার শাহান দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন পাশা, আল মদিনা দাখিল মাদরাসা সুপার মাওলানা নজরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বী ময়না মিয়া, হাজী সমুজ মিয়া, হাজী সফিক মিয়া, তেতলী ইউনিয়ন আল- ইসলাহ সহ সভাপতি আব্দুল মছব্বির, সিলেট মহানগরী তালামীযের সহ সভাপতি শেখ শফি উদ্দিন, গুপ্তরগাও হাফিজিয়া মাদরাসার সুপার মাওলানা আব্দুল হামিদ, সাবেক মেম্বার ফারুক আহমদ, এম সি কলেজ প্রশিক্ষণ সম্পাদক হাফিয আব্দুল লতিফ, কামাল বাজার ইউনিয়ন তালামীযের সভাপতি মাছুম আহমদ শাহান, আজমল আলী মেম্বার, কামালা বাজার আল-ইসলাহ সহ-সভাপতি কাজী ছালিক আহমদ খাঁন,তেতলী ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী মাওলানা ডাঃ কামরুল ইসলাম,তালামীয নেতা মাহবুবুর রহমান, হাফিজ হোসাইন আহমদ, আব্দুল মালিক প্রমুখ।