সিলেটসোমবার , ২০ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জের নওয়াগাঁও সড়কের বেহাল দশা দেখার কেউ নেই

Ruhul Amin
মার্চ ২০, ২০১৭ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবুল কালাম জাকারিয়া: জামালগঞ্জ থেকে সুনামগঞ্জ ২৫ কিলোমিটার  দীর্ঘ সড়কটি দিয়ে জামালগঞ্জ দক্ষিণে অবস্থানরত জামালগঞ্জ উপজেলার লক্ষ লক্ষ জনসাধারণ উপজেলা, জেলা ও বিভাগীয় শহরের সঙ্গে যোগাযোগে রক্ষা করে থাকেন।কিন্তু দুঃখ জনক হলেও সত্য এল জি ইডির সু-নজর না থাকায় নওয়াগাঁও বাজার থেকে রূপাবালী পর্যন্ত প্রায় এক কিলোমিটার পাকা রাস্তা ভেঙ্গে কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে গড়ি চলাচলের অনুপযোগি হয়ে আছে।যাত্রীদের মুখের ভাষা এ রাস্তা নাকি অভিশপ্ত রাস্তা নামে উপাধী পেতে যাচ্ছে।এ এলাকার লক্ষ লক্ষ মানুষ ছাত্র-ছাত্রীসহ রোগীদের এ সড়ক পথ দরেই যাতায়াত করতে হয়।নওয়াগাঁও বাজার ব্যাবসায়ী মোঃ হাফিজুর রহমান বলেন, এরাস্তা দিয়ে চললে গাড়ির থেকানে ভিতরের কলিজাসহ লরে।এহেনো অবস্থা দেখার যেন কেউ নেই!?রোড সংলগ্ন সমাজসেবক ও নওয়াগাঁও বাজার ব্যাবসায়ী কমিটির সেক্রেটারী রেজাউল করিম কাপ্তান বলেন,দিন দিন এ রাস্তাটির গুরুত্ত্ব  বাড়লেও রাস্তাটি সংস্কার না করায় জনদুর্ভোগ চরমে রূপ নিচ্ছে।এ রাস্তা করেই পৌছতে হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ স্বাস্থ্য কমপ্রেক্স,উপজেলা পরিষদ,সাবরেজিষ্টার অফিস,পরিবার পরিকল্পনা কার্যালয়,খাদ্য গুদাম, সমাজসেবা কার্যালয়,পশু সম্পদ কার্যালয়,সেটেলমেস্ট কার্যালয়,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,শিক্ষা অফিস ও বিভিন্ন ব্যাংকসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে।তাই উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এলাবাসীর প্রাণের দাবি আগামি বৃষ্টির মৌসুম আসার আগেই এ রাস্তা সংস্কার করে পথ চারিদের ডিজিটাল দেশের শান্তিতে অংশ নেয়ার।