সিলেটসোমবার , ১২ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মসজিদের বাল্ব লাগানোকে কেন্দ্র করে বিয়ানীবাজারে নিহত ১

Ruhul Amin
জুন ১২, ২০১৭ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বিয়ানীবাজারে মসজিদের বাল্ব লাগানোকে কেন্দ্র করে গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে তারাবির নামাজের পর মসজিদের বাল্ব লাগানোকে কেন্দ্র করে রেজা ও তার অনুসারীদের সাথে এবং নোমান ও তার অনুসারীদের মধ্যে রোববার (১১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মুল্লাপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক মাসুক আহমদের ছোট ভাই মুহিদুর রহমান মিন্টু (৩৮) গুরুতর আহত অবস্থায় সিলেট নেয়ার পথে মৃত্যুবরণ করেন।মুহিদুর রহমান মিন্টুকে হত্যার বিষয়ে তার চাচাতো ভাই জুনেদ আহমদ ‍বলেন, পারভেজ, কামাল, শাবুলসহ বেশ কয়েক জন সন্ত্রাসী লোহার পাইপ দিয়ে পিটিয়ে আমার চাচাতো ভাইকে ঘটনাস্থলে খুন করে পালিয়ে যায়। নিহত মুহিদুর রহমান মিন্টু ওই গ্রামের পাতন ছওয়াব আলীর পুত্র। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সংঘর্ষে মুহিদুর রহমান মিন্টু নামে একজন নিহত হয়েছেন তবে কোন পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছেন।এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয় নি বলেও জানান তিনি।