সিলেটবৃহস্পতিবার , ২০ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিছনা কান্দিতে পর্যটকের মৃত্যু

Ruhul Amin
জুলাই ২০, ২০১৭ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

গোয়াইন ঘাট থেকে-আখলাকুর রহমান:বিছনা কান্দি পর্যটন এলাকায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার ১৯জুলাই ১৭ইং বেলা দুই ঘটিকার সময় পানির স্রোতে ভেসে ভেসে খেলা করতে গিয়ে পানিতে ডুবে সুর্য্য খান নামে এ যুবকের সলিল সমাধি ঘটেছে।জানাগেছে,ঢাকা উত্তরা লাভা মোবাইল কোম্পানীর ৪টি হাইয়েক্স গাড়ীতে করে ৩৯ জনে পর্যটক বিছনা কান্দি পর্যটন এলাকায় পিকনিকে আসে, পাহাড়ী ঝরনার পানিতে সাতার কাটতে কাটতে স্রোতের মধ্যে ভাসতে ভাসতে মুল স্পট থেকে ৫০০ গজ দুরে গভীর পানিতে “সুর্য খান,পিতা আজহার উদ্দিন, গ্রাম রাকের পার,থানা-রাজৈর, জেলা মাদারীপুর থলিয়ে যায়,প্রায় আধা ঘন্টা পর এলাকার লোকের সহায়তায় পানির নিচ থেকে মৃত অবস্হায় উদ্ধার করে।পরে থানা পুলিশের পরামর্শে ইউ/পি চেয়ারম্যান শাহাব উদ্দিনের শিহাবের সহায়তায় বিছনাকান্দি থেকে হাদার পার ঈদগাহ নৌকা ঘাটে নিয়ে আসা হয়।পুলিশ লাশের সুরতহাল তৈরী করে লেগুনা গাড়ি করে গোয়াইন ঘাট থানায় নিয়ে যান,সাথে পর্যটকদের গাড়ী বহর ও নিয়ে যান।নিহত সুর্য্য খানের বন্দুদের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।আনন্দ করতে এসে সবার মাঝে নেমে আসে শোকের ছায়া।