সিলেটরবিবার , ১৩ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা শায়খ গোলামনবীর দাফন সম্পন্ন

Ruhul Amin
আগস্ট ১৩, ২০১৭ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

রেজওয়ান আহমদ,সিলেট রিপোর্ট:  হাজারো আলেমের উস্তাদ ,ভাটির জনপদ সুনামগঞ্জ জেলার বিশিষ্ট আলেমেদ্বীন,সর্বজনশ্রদ্ধেয় বুর্যুগ বর্মাউত্তর, রামনগর বাণীপুর মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, প্রবীণ জমিয়ত নেতা হযরত মাওলানা শায়খ গোলামনবী (নয়াহজুর) অন্তিম শয়ানে সমাহিত করেন প্রিয় জামিয়ার সন্নিকটেই। রোববার (১৩ আগষ্ট) বিকেল ৩টায় জানাযা শেষে চিরনিদ্রায় সমাহিত হলেন তিনি। বর্মাউত্তর, রামনগর বাণীপুর মাদরাসা মাঠে অনুষ্ঠিত জানাযায় ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা আবদুর রহমান কফীল। সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া, সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল বছির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের বিশিষ্ট নেতৃবর্গ জানাযায় উপস্থিত ছিলেন।
উল্লেখযে, রোববার ভোর ৪টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, অসংখ্য ছাত্র-ছাত্রী ও আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন।

শোক প্রকাশ: এদিকে, মাওলানা আবদুর রহমান কফীল ও আবু মূসা সাফওয়ান এর প্রিয়তম পিতা মাওলানা শায়খ গোলাম নবীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি খলিফায়ে মাদানী আল্লামা শায়খ আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী, মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, যুগ্মমহাসচিব সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল বছির,
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শোয়াইব আহমদ, সহসভাপতি মুফতি আব্দুল মুন্তাকিম, সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ, ট্রেজারার হাফিজ হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাইম আহমদ , যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া, সহসভাপতি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্তসাধারণ সম্পাদক মুফতি আল আমীন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ঞ্জাপন করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
সংক্ষিপ্ত পরিচয়: শায়খ মাওলানা গোলাম নবীর জন্ম ১৯৪৩ খ্রিষ্টাব্দে। পৈত্রিক নিবাস পুরাতন লক্ষণশ্রী, সুনামগঞ্জ। বর্তমান ঠিকানা, বর্মাউত্তর, জয়নগর বাজার, সুনামগঞ্জ সদর। সাত ভাই সাত বোনের মধ্যে তিনি তিন নম্বর। ১৩৯০ হিজরীতে তিনি আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ বোর্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করে টাইটেল পাশ করেন। আমাদের এলাকায় তখন কোন টাইটেল পাশ মাওলানা ছিলেন না। প্রথম টাইটেল পাশ মাওলানা বলে সবাই হুজুরকে “নয়া হুজুর” বলা হতো।
তিনি ১৯৭৬ ঈসায়ী সন থেকে আমৃত্যু  মুহতামিম হিসেবে ছিলেন।
তার ছাত্রদের মধ্যে রয়েছেন, মুফতি আবুল কালাম যাকারিয়া, মুহতামিম, দরগাহ মাদরাসা সিলেট। মাওলানা আব্দুল ওয়াহাব, মুহতামিম, টুকের বাজার মাদরাসা সুনামগঞ্জ। মাওলানা সাজিদুর রহমান সাজিদ, মুহাদ্দিস, আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসা সিলেট। মাওলানা জয়নাল আবেদীন, মুহাদ্দিস, দরগাহপুর মাদরাসা সুনামগঞ্জ। মাওলানা সাজিদুর রাহমান, শায়খুল হাদীস, মাদানিয়া মাদরাসা সুনামগঞ্জ মাওলানা তৈয়বুর রাহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। মাওলানা আনোয়ারুল ইসলাম, মুহতামিম, রামনগর মহিলা মাদরাসা। মাওলানা আজিজুল হক, মুহতামিম, সাচনা মাদরাসা। এরকম আরও হাজারো নাম।