সিলেটসোমবার , ২১ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বঙ্গবন্ধু গ্রন্থটি ইতিহাসের দলিল : বিগ্রেডিয়ার (অব.) ডা: আব্দুল মালিক

Ruhul Amin
আগস্ট ২১, ২০১৭ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

 
সিলেট রিপোর্ট: তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা , জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার (অব.) ডা: আব্দুল মালিক বলেছেন, সিলেটে বঙ্গবন্ধু গ্রন্থটি ইতিহাসের এক অনন্য দলীল ।  আর এই দলীলের  লেখক সৈয়দ আব্দুল্লাহ ও এক অনন্য ইতিহাসের দলিল লেখক হয়ে অমর হয়ে থাকবেন। তিনি বলেন , বঙ্গ বন্ধু কোন দলের নন, তিনি গোটা বাংলাদেশের অস্তিত্বের গৌরব। আগামী প্রজন্মের নিকট বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সোমবার ( ২১ আগস্ট) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে “সিলেটে বঙ্গবন্ধু” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইতিহাসবিদ সৈয়দ আব্দুল্লাহর রচিত “সিলেটে বঙ্গবন্ধু” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক কর্ণেল  (অব:) শাহ আবিদুর রহমানের সভাপতিত্বে, সাংবাদিক আবু তালেব মুরাদ ও কবি আব্দুল মুকিত অপি’র যৌথ সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান,সিলেট জেলা পরিষদের প্রশাসক এডভোকেট লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, দৈনিক উত্তরপূর্ব র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেট পৌর সভার সাবেক চেয়ারম্যান আফম কামাল হোসেন,  এডভোকেট মুজিবুর রহমান,  ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারি পরিচালন মাওলানা শাহ নজরুল ইসলাম, মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, প্রবীণ সাংবাদিক ও লেখক আব্দুল হামিদ মানিক । স্বাগত বক্তব্য রাখেন- প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক আব্দুল আউয়াল আনছারী। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন লেখক সৈয়দ আব্দুল্লাহ। মুল প্রবন্ধ পাঠ  করেন- সিলেট বেতারের উপ পরিচালক মুহাম্মদ আব্দুল হক। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফ্ফার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষাবিদ আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল বারি আনসারী, ইউসেব প্রতিষ্ঠাতা সভাপতি ও শাবিপ্রবির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মাসুম তালুকদার, বাহুবল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল চৌধুরী, ইউসেব সদস্য ইসমাইল আহমদ, প্রকাশক আবুল কালাম আজাদ, সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ প্রমুখ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ইতিহাসবিদ সৈয়দ আব্দুল্লাহর রচিত “সিলেটে বঙ্গবন্ধু” গ্রন্থটি জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ের ইতিহাসের এক অসামান্য দলিল হিসেবে বিবেচিত হবে। গ্রন্থটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সিলেট অঞ্চলে তাঁর সহচরদের জীবনকথা আগামী প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামীদের জানার ও দেশপ্রেমে উদ্বোদ্ধ হবার সুযোগ করে দিয়েছে। বক্তারা আরো বলেন- শেকড়সন্ধানী নিভৃতচারী গবেষক সৈয়দ আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করছেন। তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ সৈয়দ আব্দুল্লাহকে একুশে পদকে ভূষিত করার দাবী জানান বক্তারা।