সিলেটরবিবার , ২৪ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আল হারামাইন হাসপাতালের উদ্বোধন

Ruhul Amin
ডিসেম্বর ২৪, ২০১৭ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
 অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চিকিৎসাসেবা মানবসেবার গুরুত্বপূর্ণ অধ্যায়। আদিকাল থেকেই এ সেবার দাম অত্যন্ত বেশি। কারণ এতে মানুষের জীবন-মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট। আল হারামাইন হাসপাতালের যাত্রা শুরু হয়েছে মানবকল্যাণে।
অর্থমন্ত্রী ২১ ডিসেম্বর)
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সোবহানীঘাটে আল হারামাইন হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, আল হারামাইন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান সুগন্ধি ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ মানবসেবায় বিনিয়োগ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত হাসপাতালটির সেবার মান ও পরিচ্ছন্নতা আগামী বছরেও অটুটু থাকবে এবং মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
অর্থমন্ত্রী আরো বলেন, দেশের সম্পদের তুলনায় স্বাস্থ্যখাত এগিয়ে আছে। সময়ের পরিবর্তনের সাথে এ খাতে উচ্চমানের সেবার প্রয়োজন রয়েছে। তবে, এখনও আমরা পিছিয়ে রয়েছি। ৩ কোটি মানুষ চরম দারিদ্র্যে ভুগছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, সিলেটবাসীর স্বাস্থ্য সেবার উন্নয়নে মাহতাবুর রহমানের উদ্যোগ প্রশংসনীয়। স্বাস্থ্যসেবা খাতে বেসরকারি বিনিয়োগ আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: জাহিদ মালিক বলেন, বর্তমান সরকার বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার উন্নয়নে আন্তরিক। সরকারি খাতে ১ লাখ ২৫ হজার বেড তৈরি হয়েছে। প্রতিমন্ত্রী স্বাস্থ্যখাতে প্রবাসী বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। দেশে বছরে ১৫ বিলিয়ন ডলার প্রবাসী বিনিয়োগ হয়ে থাকে বলেও উল্লেখ করেন তিনি। আল হারামাইন হাসপাতালের স্বাস্থ্যসেবা সারা দেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আল হারামাইন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এহসানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আল হারামাইন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান বলেন, সিলেটবাসীর আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তাদের এ প্রয়াস। তিনি এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ডা: জোবায়ের ও ডা: তানজিনা ইব্রাহীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী মুসতাক আহমেদ।