সিলেটসোমবার , ৭ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাস খাদে পড়ে চালক নিহত, আহত ২০

Ruhul Amin
মে ৭, ২০১৮ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসচালক রইস মোল্লা (৩৮) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। সোমবার ভোর রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।

বাগেরহাট মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল শেখ বলেন, ঢাকা থেকে ৪১ যাত্রী নিয়ে খুলনায় যাচ্ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের একটি পরিবহণ। বাসটি বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসচালক রইস মোল্লা ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।