সিলেটবুধবার , ৯ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কারাগার থেকে মুক্তির পর ‘বন্দুকযুদ্ধে’ মুক্তার নিহত

Ruhul Amin
মে ৯, ২০১৮ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: যশোরে কারাগার থেকে মুক্তির একদিন পরই কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। বুধবার ভোরে যশোরের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের হানুয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতের নাম মুক্তার হোসেন (৫০)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার রতনদিয়া গ্রামের মৃত হাবিববুর রহমান হবির ছেলে।

পুলিশের দাবি দু’দল ডাকাতের বন্দুকযুদ্ধে মুক্তার হোসেন নিহত হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

নিহতের স্ত্রী সুমি খাতুন সাংবাদিকদের জানিয়েছেন, গত ১ অক্টোবর মুক্তারকে যশোরের চুড়ামনকাটি এলাকা থেকে পুলিশ আটক করে। এরপর থেকে সে কারাগারেই ছিল। গতকাল (মঙ্গলবার) সে জামিনে মুক্তি পায়।

নিহত মুক্তারের মা শহরবানু অভিযোগ করেছেন, তাদের এলাকার লতিফ খোড়া, বিল্লাল, মোস্ত ও তাদের লোকজনদের সাথে মুক্তারের বিরোধ রয়েছে। এর জের ধরে তারা মুক্তারকে খুন করেছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, বুধবার ভোরে যশোরের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের হানুয়ার এলাকায় দু’দল ডাকাত ও সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুক্তারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ২টি গুলির খোসাও জব্দ করা হয়েছে।

ওসি জানান, গত এক মাসের মধ্যে ওই স্পটে ডাকাতরা ২/৩দিন গাছ কেটে সড়ক ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পুলিশি তৎপরতার কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। নিহত মুক্তারের বিরুদ্ধে ২টি হত্যাসহ অন্তত ১০টি মামলা রয়েছে।