সিলেটবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে তুলকালাম কাণ্ড!

Ruhul Amin
ফেব্রুয়ারি ৯, ২০১৭ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :
দুর্নীতি দমন কমিশন সিলেট অফিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকার্তাদের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটেছে। ঘুষের টাকাসহ সরকারি কর্মকর্তাকে আটক করতে গিয়ে বৃহস্পতিবার বিকেলে হাতাহাতি হয়েছে। এসময় দুদক কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমদ আহত হন। হাতাহাতিকালে তাঁর কপাল ফেটে যায়। সাথে সাথে তাঁকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশন সিলেট অফিসের ৫ কর্মকর্তা ও ৪ জন পুলিশ সদস্য বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের ব্যবসা বাণিজ্য শাখার অফিস সহকারি আজিজুর রহমানকে আটক করতে যান।

তাদের কাছে তথ্য ছিল ওই কর্মচারীর কাছে ঘুষের টাকা রয়েছে। তারা ৩০৭ নাম্বার রুম থেকে তাকে আটক করে নিচে নামার সময় ৪র্থ শ্রেণীর কর্মচারীরা তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। এসময় দুদক কর্মকর্তা ও পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কর্মচারীরা।
এর আগে বিকাল ৪ টার দিকে ঘুষ গ্রহণের অভিযোগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার ৩০৭ নম্বর রুমে ব্যবসা বাণিজ্য শাখার অফিস সহকারি আজিজুর রহমানকে আটক করতে যান দুদক কর্মকর্তারা। এরপরেই তারা তোপের মুখে পড়েন।