সিলেটশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা ওলিপুরী দেশে ফিরলেন, বয়ান করলেন

Ruhul Amin
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: কওমী অঙ্গণের আলোড়ন সৃষ্টিকারী বক্তা,  জননন্দিত মুফসসিরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী র্দীঘ রোগভোগের পরে আবারে ফিরেছেন   তাফসীর মাহফিলের আঙ্গিনায়। কযেকমাস চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফিরে  শুক্রবার (১০ ফেব্রুয়ারী) প্রথম বারের মতো কোন মনচে আসলেন। প্রতিবছরের ন্যায় খাদিমুল কোরআন পরিষদ সিলেটের উদ্যাগে নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তিনদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে বাদ মাগরিব তিনি সংক্ষিপ্ত বয়ান পেশ করেছেন। শনিবা ও রোববার যথারিতি তিনি বয়ান পেশ করবেন বলে খাদিমুল কোরআন এর পক্ষ থেকে সিলেট রিপোর্টকে তত্য নিশ্চিত করা হয়েছে।
প্রথম দিনে সভাপতিত্ব করেন মাওলানা আবুল হাসান ফয়সাল। এই মহাসম্মেলন চলবে ১২ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। মাহফিলে পর্যায়ক্রমে সভাপতিত্ব করবেন সদরে জমিয়ত খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী, মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরি, মাওলানা শায়েখ জিয়া উদ্দিন, শায়খুল হাদীস মুহিব্বুল হক্ব গাছবাড়ী, নাজিমে এদারা মাওলানা আবুল বাসিত বরকতপুরী।মহাসম্মেলনে তাফসীর পেশ করবেন  শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক্ব হবিগঞ্জী, শায়খুল হাদীস নুরুল ইসলাম খান, মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি আবুল কালাম জাকারিয়া সুনামগঞ্জী, লেখক গবেষক মাওলানা উবায়দুর রাহমান খান নদভী ঢাকা, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক ফেনী সহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ।
মাওলানা ওলিপুরী বলেছেন, আল্লাহপাক সর্বত্র সবসময় বিরাজমান। তিনি একক অদ্বিতীয়। তার সমকক্ষ কেউ নয়। এমনকি নবী-রাসুল গণও আল্লাহর সমকক্ষনন। আমাদের নবী সকল নবীদের সরদার। আখেরী নবী হযরত মুহাম্মদ (সা) আল্লাহর প্রেরিত নবী। আল্লাহপাক ছাড়া পৃথিবীর সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরেই মুমিন জান্নাতের অধিকারীহযে থকেন। তাই সত্যিকারের মুমিন হতে হলে আল্লাহর হুকুমের সাথে নবীজীর তরিকা মতো চলতে হবে। নবীর আর্দশ অনুকরণ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেনা।